স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিলো ইইউর দুই দেশ
মিসরের রাজধানী কায়রোতে শুরু হয়েছে শান্তি সম্মেলন। শনিবার (২১ অক্টোবর) শুরু হওয়া এই সম্মেলন থেকে হামাস-ইসরাইল সংঘাত বন্ধে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই দেশ ইতালি ও গ্রিস।
হামাস-ইসরাইল সংঘাত বন্ধে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। ফাইল ছবি
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্ক-ভিত্তিক সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে নিউজপেপার’।
সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন,
গাজায় সহিংসতার মাত্রা কমাতে হবে এবং আন্তর্জাতিক মহলকে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করতে হবে।
সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস নতুন একটি শান্তি প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়েছেন, যা ইসরাইলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি বলেন,
কোনো সামরিক আগ্রাসন কখনোই একটি কার্যকর রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না।
সম্মেলনে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এছাড়া ইসরাইলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।
আরও পড়ুন: ‘আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই’ লিখে পোস্ট দেয়ায় ইসরাইলি গায়িকা গ্রেফতার
শনিবার মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া শান্তি সম্মেলনে আরব বিশ্বের নেতারা একত্রিত হন। এতে যোগ দেন আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরাও।
Tag: English News lid news others world
No comments: