ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি ব্যর্থ: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সহিংসতা বৃদ্ধির ঘটনা দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি ব্যর্থ।
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
ন
মঙ্গলবার (১০ অক্টোবর) মস্কো সফরে থাকা ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানিকে এ কথা বলেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করে আলোচনাকে একচেটিয়া করতে চেয়েছে।
সফররত ইরাকের প্রধানমন্ত্রীকে তিনি আরও বলেন,
আমি মনে করি অনেকে আমার সঙ্গে একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যর্থ নীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন: পশ্চিমা দ্বিচারিতা / ইউক্রেনীয়রা দেশপ্রেমী, তবে ফিলিস্তিনিরা কেন ‘সন্ত্রাসী’ ?
প্রেসিডেন্ট পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে ‘একচেটিয়া’ করার চেষ্টা করেছে এবং ওয়াশিংটন প্রতিটি পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতাকে অবহেলা করেছে।
তিনি আরও বলেন,
যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তাসহ ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করেছে। ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি রাষ্ট্র চায় এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী বানাতে চায়। পাশাপাশি ১৯৬৭ সালে যুদ্ধের পর ইসরাইলের দখলকৃত সমস্ত অঞ্চল ফেরত চায়।
আরও পড়ুন: হামাসের হামলায় ইসরাইলের তারকা ফুটবলার নিহত
ক্রেমলিন এর আগে জানিয়েছিল, তারা উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের মধ্যে বিরোধ সমাধানে ভূমিকা পালন করতে চায়।
Tag: English News lid news world
No comments: