SponsorSlider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইসরাইলের বিরুদ্ধে আনা জাতিসংঘের প্রস্তাবে ভারতের সমর্থন
পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড এবং অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলের বসতি স্থাপনের ওপর নিন্দা জানিয়ে জাতিসংঘের আনা একটি প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে ভারত। গাজা যুদ্ধে ফিলিস্তিনের ১১ হাজারের বেশি মানুষ নিহত ও ১৫ লাখ বাস্তুচ্যুত হয়েছে। ছবি: রয়টার্স রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) ওই ভোট অনুষ্ঠিত হয়। তবে এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ সাতটি দেশ। এছাড়া ১৮টি দেশ ভোট দান থেকে বিরত থেকেছে। এর আগে ইসরাইল ও হামাসের মধ্যে চলা লড়াইয়ে ‘অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য ও টেকসই মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে সপ্তাহখানে আগে তোলা জাতিসংঘের আরেকটি প্রস্তাবে ভোটদানে থেকে বিরত ছিল ভারত। জাতিসংঘের রেজ্যুলেশনে ৭ অক্টোবরের হামলার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট নিন্দা অন্তর্ভুক্ত করা হয়নি। মূল রেজ্যুলেশনে ভোটের আগে এই দিকটি অন্তর্ভুক্ত করার জন্য একটি সংশোধনী প্রস্তাব আনা হয়েছিল। ভারত ওই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছে। তবে সংশোধনী প্রস্তাবের পক্ষে ৮৮ ভোট পড়লেও প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়নি। আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগের ভোটে অংশ নেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্তের ব্যাখ্যা করে ভারত সরকারের বেশ কয়েকটি সূত্র বলেছিল, গাজায় মানবিক সংকটের উদ্বেগ নিয়ে ভারত উদ্বিগ্ন হলেও নয়াদিল্লি বিশ্বাস করে, সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় থাকতে পারে না। একটি সূত্র ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে সেসময় বলেছিল, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের রেজ্যুলেশনে গত ৭ অক্টোবরের ‘সন্ত্রাসী হামলার’ কোনো সুস্পষ্ট নিন্দা অন্তর্ভুক্ত ছিল না। আর তাই মূল প্রস্তাবে ভোটাভুটির আগে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য একটি সংশোধনী আনা হয়েছিল।’ এর আগে ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনার পর নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে টুইট করেন নরেন্দ্র মোদি। এতে হামাসের হামলার নিন্দা এবং কঠিন মুহূর্তে ইসরাইলের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। আরও পড়ুন: জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে নজিরবিহীন বিক্ষোভ পবিত্র আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে ইসরাইলে একটি অভিযান চালায় হামাস। হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিকসহ কমপক্ষে আরও ২৪২ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। অন্যদিকে হামাসের হামলার পর এক মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনে নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের হামলায় গাজা ও পশ্চিম তীর মিলে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩০ হাজার।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply