রাফাহ্ ক্রসিং দিয়ে পার হলেন ৪শ’ মার্কিনী: ভেদান্ত প্যাটেল
বিপুল সংখ্যক মানুষ রাফাহ্ ক্রসিংয়ের সামনে। ছবি: আল জাজিরা।
বিপুল সংখ্যক বিদেশি নাগরিক পেরোলেন রাফাহ্ ক্রসিং। মঙ্গলবার (৭ নভেম্বর) ৪ ঘণ্টার মানবিক বিরতিকে কাজে লাগিয়ে গাজা উপত্যকা থেকে প্রাণরক্ষা করলেন ৪০০ মার্কিনী। খবর সিবিএস নিউজ’র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানান, সবাই দ্বৈত নাগরিক। তার দাবি, আরও কয়েকশ’ মানুষ রয়েছেন উদ্ধার পাবার অপেক্ষায়।
এদিকে, প্রথমবার ৫৯ কানাডীয় নাগরিক রাফাহ্ ক্রসিং পার হয়েছেন বলে নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। টুইটারে জানান, কানাডার প্রতিনিধি দলের সহায়তায় মিসর থেকে তাদের সরানো হচ্ছে। দেয়া হয়েছে প্রয়োজনীয় খাবার, পানি ও চিকিৎসা সেবা।
উল্লেখ্য, কয়েক হাজার মানুষ গাজা উপত্যকা থেকে বের হওয়ার আবেদন জানালেও, অপ্রত্যাশিত অবস্থার কারণে ধীরগতিতে এগুচ্ছে উদ্ধার কার্যক্রম।
Tag: English News world

No comments: