বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করল ওমান
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা দেয়া স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) টাইমস অব ওমানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, আজ থেকে (৩১ অক্টোবর) বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে।
তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: দুই দেশের জন্য ভিসা শর্ত শিথিল করছে থাইল্যান্ড
টাইমস অব ওমান বলেছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ ভিসা প্রদানের নীতি আপডেট করেছে। এর ফলে এখন থেকে আগের মতো টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না।
আরও পড়ুন: জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেবে না ইসরাইল
আরওপি বলেছে, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
Tag: English News lid news world
No comments: