ভারতের আকাশে ‘রহস্যময়’ উড়ন্ত যান, বিমান চলাচল বন্ধ!
ভারতের মণিপুরে আকাশে দেখা গেছে ‘রহস্যময়’ অজ্ঞাত এক উড়ন্ত বস্তু, যা পরে হঠাৎ ‘অদৃশ্য’ হয়ে যায়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টার জন্য বন্ধ ছিল বাণিজ্যিক ফ্লাইট চলাচল। এমনকি রহস্যময় ওই বস্তু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় উচ্চ সতর্কতাও জারি করা হয়।
রোববার (১৯ নভেম্বর) মণিপুরের রাজধানী ইম্ফালের বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় অজ্ঞাত ওই উড়ন্ত বস্তু দেখা যায় বলে জানিয়েছে এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় গণমাধ্যম।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এএআই) বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এদিন দুপুর ২টা ৩০ মিনিটে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)) কন্ট্রোল রুম থেকে একটি কল পায় ইম্ফাল এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। এসময়, এটিসি’র টাওয়ারের ঠিক ওপরে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা যাচ্ছে বলে জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, এটিসি টাওয়ারের বারান্দা থেকেও বস্তুটি দৃশ্যমান ছিল। এমনকি এয়ারলাইন এবং সিআইএসএফ’র কর্মীসহ সেখানে থাকা অন্যরাও এটি দেখেছে। বস্তুটির রঙ ছিল সাদা ছিল বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন: জাপানের সমুদ্র সৈকতে রহস্যময় ধাতব বল নিয়ে হইচই
জানা গেছে, অজ্ঞাত ওই বস্তুটি প্রথমে বিমানবন্দরের টার্মিনাল ভবনের ওপর দিয়ে উড়ে যায়। পরে সেটি এটিসি টাওয়ারের ওপরে দক্ষিণ দিকে সরে যায় এবং কিছু সময়ের জন্য সেখানে স্থির থাকে। তারপর এটি রানওয়ের দক্ষিণ-পশ্চিম দিকে চলে যায়, যেখানে বস্তুটি বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত ছিল। এরপরই সেটি ‘অদৃশ্য’ হয়ে যায়।
এদিকে, এ ঘটনার পর মণিপুর নিয়ন্ত্রিত আকাশসীমা বন্ধ করে দেয়া হয়। ইম্ফাল বিমানবন্দরে বন্ধ রাখা হয় বিমান ওঠা-নামা। এতে বিমানবন্দরে প্রায় এক হাজার যাত্রী আটকে পড়েন।
তবে ওই অজ্ঞাত উড়ন্ত বস্তুটি আসলে কী ছিল, তা স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমে এর কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়লেও, সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি।
Tag: English News lid news others world
No comments: