গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরাইলের হামলায় বহু হতাহত
আবারও হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। উত্তর গাজায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালে চালানো ওই হামলার ঘটনায় বহু হতাহত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, সোমবার (২০ নভেম্বর) ইসরাইলি ট্যাংক পুরো হাসপাতাল ঘিরে ফেলে বোমা হামলা চালায় হাসপাতালটিতে। এতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আরও অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন ডাক্তারও রয়েছেন।
এ ঘটনার পরেই জাতিসংঘ, রেড ক্রস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিতে কমপক্ষে পাঁচ হাজার বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান আল সুলতান।
আরও পড়ুন: আল শিফা হাসপাতালে সুড়ঙ্গ পাওয়ার দাবি ইসরাইলের, অস্বীকার হামাসের
গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘর্ষে ফিলিস্তিনে অন্তত ১৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। যার অর্ধেকের বেশিই নারী ও শিশু। অপরদিকে সামরিক ও বেসামরিক মিলিয়ে ইসরাইলের প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে গাজার আল শিফা হাসপাতালের নিচে সশস্ত্র গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার দাবি করেছে ইসরাইল। সেই দাবির পক্ষে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা।
তবে ওই ভিডিওকে মিথ্যা দাবি করে, হাসপাতালে গোপন সুড়ঙ্গের কথা নাকচ করে দিয়েছে হামাস। এছাড়াও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল-বোর্শ বলেন, ইসরাইলের এ অভিযোগ ‘ডাহা মিথ্যা’।
Tag: English News Featured world
No comments: