ইসরায়েলি হামলা গণ্য হতে পারে যুদ্ধাপরাধ হিসেবে: জাতিসংঘ
গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বুধবার (১ নভেম্বর) এমন কথা জানিয়েছে জাতিসংঘ। খবর এপির।
সংঘাত শুরুর পর এই প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিষয়ে কথা বললো সংস্থাটি। জাবালিয়া ক্যাম্পটিতে হাজারো নিরীহ বেসামরিকের ওপর নির্বিচার আগ্রাসনকে অসামঞ্জস্য এবং এক পাক্ষিক বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। আরও জানায়, নিরস্ত্র মানুষের ওপর হামলাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে তারা।
এদিকে, শরণার্থী শিবিরে আগ্রাসনের নিন্দা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব। দু’পক্ষকেই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান তার।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, গাজায় সংঘাত ছড়ানো এবং হাজার হাজার মানুষ হত্যার ঘটনায় উদ্বিগ্ন মহাসচিব। নির্বিচারে বেসামরিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সেই সাথে সব পক্ষকে আন্তর্জাতিক আইন এবং নীতি মেনে চলার জোরলো আহ্বান তার।
Tag: English News lid news world
No comments: