Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » দোনেৎস্কে ইউক্রেনের গোলা হামলা, রুশ অভিনেত্রী নিহত




রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের গোলা হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। রুশ সেনাদের ছুটির দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন পোলিনা মেনশিখ নামের ওই মঞ্চ শিল্পী। ইউক্রেনর হামলায় রুশ অভিনেত্রী পোলিনা মেনশিখ নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত বুধবার (২২ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ১৯ নভেম্বর দোনেৎস্কের কুমাচোভ গ্রামের একটি নৃত্যশালায় পলিনার পরিবেশনা চলাকালে সেখানে আঘাত হানে ইউক্রেনের গোলা হামলা। এতে পোলিনাসহ অন্তত ২০ রুশ সেনা প্রাণ হারায় বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আরও পড়ুন: চার কিলোমিটার দূর থেকে রুশ সেনাকে গুলি করে হত্যা! ওই অনুষ্ঠানে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, এক নারী মঞ্চে গান গাইছেন ও গিটার বাজাচ্ছেন। তখনই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হলটির লাইটগুলো বন্ধ হয়ে যায়। মঞ্চে যে নারীকে দেখা গেছে, তিনি পোলিনা মেনশিখ বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পোলিনা মেনশিখ যে হলে পরিবেশনায় অংশ নিয়েছিলেন, সেখানে প্রায় ১৫০ জনের বসার ব্যবস্থা ছিল। আরও পড়ুন: সহায়তার আশ্বাস দিতে ইউক্রেন সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কুমাচোভ গ্রামটি একেবারে যুদ্ধক্ষেত্রের কাছে অবস্থিত। এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় এই অভিনেত্রীকে দিয়ে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার সামরিক ব্লগাররা। তারা তিরস্কার করে বলেন, যুদ্ধক্ষেত্রের এতো কাছে এক জায়গায় এত সেনাকে নিয়ে এসে এমন আয়োজন করাই উচিত হয়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply