যুদ্ধবিরতি দিয়েই ইসরাইল বলল ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’
টানা দেড় মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার পর শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতির পর গাজায় আরও তীব্র হামলার কথা বলছে ইসরাইলি কর্তৃপক্ষ।
সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা পূর্ব খান ইউনিসে তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন। ছবি: এএফপি
গাজায় যুদ্ধ এখনও শেষ হয়নি জানিয়ে উপত্যকার বাসিন্দাদের চলাচলে সতর্কতার আহ্বান জানিয়েছেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই।
শুক্রবার (২৪ নভেম্বর) গার্ডিয়ানের প্রতিবেদন মতে, গাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যে আরবি ভাষায় দেয়া এক এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি।
তিনি আরও বলেন, মানবিক যুদ্ধবিরতি সাময়িক। গাজার উত্তরাঞ্চল এখনও বিপজ্জনক যুদ্ধ অঞ্চল এবং বাসিন্দাদের ওই অঞ্চল এড়িয়ে যেতে হবে।
আরও পড়ুন: ইসরাইল সরকারের তোপের মুখে হারেৎজ, বিজ্ঞাপন বন্ধের হুমকি
নিজেদের নিরাপত্তার জন্য তিনি বেসামরিক নাগরিকদের দক্ষিণের নিরাপদ অঞ্চলে থাকার আহ্বান জানান। আভিচায় আদ্রেই আরও বলেন, শুধুমাত্র সালাহ আল-দিন রোড দিয়ে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে যাওয়া যাবে।
এদিকে যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলের হামলা আরও তীব্র হবে এবং আরও অন্তত দুই মাস এই যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ইসরাইলি নৌবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের যোদ্ধাদের উদ্দেশে বক্তব্য দেন গ্যালান্ত। এ সময় তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে তোমরা যা দেখতে পাবে তা হলো- প্রথমে জিম্মিদের মুক্তি। এই যুদ্ধবিরতি সংক্ষিপ্ত হবে।’
আরও পড়ুন: গাজায় অবশেষে শুরু ৪ দিনের যুদ্ধবিরতি
যুদ্ধবিরতির সময় সেনাদের নতুন করে সংগঠিত হওয়া এবং অস্ত্র-গোলাবারুদ প্রস্তুত করার নির্দেশ দিয়ে গ্যালান্ত বলেন, ‘আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত হও।’
যুদ্ধ আরও দুই মাস চলবে জানিয়ে তিনি বলেন, যুদ্ধ ধারাবাহিকভাবে চলতে থাকবে। কারণ আমাদের বিজয় সম্পূর্ণ করতে হবে এবং অন্য জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর আগে ঠিক একই ধরনের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
Tag: English News world
No comments: