ইসরাইলের হামলা গাজায় একদিনে প্রাণ হারালেন একই পরিবারের ৪২ জন! ইসরাইলের হামলায় গাজায় একইদিনে এক পরিবারের ৪২ জন সদস্য নিহত হয়েছেন। ওই পরিবারের যুক্তরাষ্ট্র প্রবাসী তিন সদস্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। গাজার শেখ এজলিন এলাকায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৪২ জন সদস্য নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত সিএনএনের সঙ্গে আলাপকালে তারিক হামুদা ও তার স্ত্রী মানাল জানান, গাজায় ইসরাইলের হামলায় তারা তাদের তিন প্রজন্মকে হারিয়েছেন। গত ১৯ অক্টোবর গাজার শেখ এজলিন এলাকায় ইসরাইলি বিমান হামলায় তাদের পরিবারের ৪২ জন সদস্য নিহত হন।
তারিক হামুদা এবং তার স্ত্রী মানাল যুক্তরাষ্ট্রের মিনেসোটার ম্যাপেল গ্রোভ শহরের বাসিন্দা। হামুদা বলেন, ‘ওই দিন আমার স্ত্রীর চার ভাই, এক বোন এবং তাদের সন্তানরা যে বাসায় ছিল, সেখানে দুটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ পার হয়ে গেলেও মানাল এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারছেন না। পরিবারের প্রতিটি সদস্যই আমাদের আপন। সে (মানাল) তার পরিবারের সঙ্গে গ্রীষ্মকাল কাটিয়েছে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে আসার আগে মানাল তার পরিবারের সঙ্গে থাকতেন।’ আরও পড়ুন: শরণার্থী শিবিরে হত্যাযজ্ঞ /ইসরাইলি হামলায় একদিনেই প্রাণ গেলো ২ শতাধিক মানুষের হামুদা সিএনএনকে আরও বলেন, এর আগেও অনেকবার গাজায় ইসরাইল এবং বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে ভয়ংকর সংঘাত হয়েছে। তবে এ ধরনের নাশকতা হয়নি। এই যুদ্ধবিধ্বস্ত শহরে এখন পর্যন্ত যারা বেঁচে আছেন, তাদের নিহত স্বজনদের প্রতি যথাযথভাবে শোক প্রকাশেরও সময় নেই। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় থাকেন মানালের চাচাতো ভাই ইয়াদ আবু শাবান। তিনিও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর শুনে একইভাবে স্তম্ভিত। সিএনএনকে শাবান বলেছেন, আমার পুরো পৃথিবী থেমে গেছে। আমি পরিবারের শুধু এক, দুই, তিন বা চার জনকে হারাইনি। আমি একবারে আমার পরিবারের ৪২ আপনজনকে হারিয়েছি। এটি মেনে নেয়া সত্যিই অনেক কঠিন। শাবান জানান, তার পরিবারের নিহতদের বয়স তিন মাস থেকে ৭৭ বছরের মধ্যে। তারা সবাই একই জায়গায় থাকতেন। শাবান দাবি করেন, বিমান হামলার আগে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ঘোষণা দিয়েছিল, ওই এলাকায় সামরিক অভিযান চালানো হতে পারে। তবে তারা সেখান থেকে সরে যেতে বলেনি। কোনো সতর্কবার্তা ছাড়াই ইসরাইল বোমা বর্ষণ করেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘সেখানে (গাজায়) ভয়-বিভ্রান্তি থাকলেও, কোথাও যাওয়ার জায়গা নেই।’ আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলা /চার সন্তানসহ পরিবারের ১১ সদস্য হারানো এক বাবার আর্তনাদ সবশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত গাজায় ৮ হাজার ৭৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ২১ হাজারেরও বেশি। অন্যদিকে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতর জানিয়েছে, ফিলিস্তিনে অভ্যন্তরীণভাবে ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।Slider
দেশ - বিদেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: