প্রিয়াঙ্কা গান্ধীকে খালি তোড়া উপহার, জনসভার মঞ্চে মজার কাণ্ড
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নির্বাচনী জনসভায় এক মজার কাণ্ড ঘটেছে। দলের নেত্রী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে ফুলের তোড়া নয়, ফুলহীন তোড়া দিয়ে স্বাগত জানালেন নেতাকর্মীরা। সেই তোড়া হাতে পেয়ে ভরা মঞ্চেই হেসে ফেললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
মধ্যপ্রদেশের ইন্দোরে জনসভার মঞ্চে প্রিয়াঙ্কা গান্ধীকে ফুল ছাড়াই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান স্থানীয় কংগ্রেস নেতা দেবেন্দ্র যাদব। ছবি: সংগৃহীত
আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। গতবার এই রাজ্যে নির্বাচনে জিতে সরকার গঠন করেও ক্ষমতা হারায় কংগ্রেস। তাই এবার সরকার গঠন করতে মরিয়া কংগ্রেস শিবির।
জোরকদমে প্রচার চালাচ্ছে কংগ্রেস নেতারা। কয়েকদিন আগেই দলের প্রধান রাহুল গান্ধী মধ্যপ্রদেশে গিয়েছিলেন। এরপর সোমবার (৬ নভেম্বর) সেখানে পা রাখেন প্রিয়াঙ্কাও।
এদিন রাজ্যের ইন্দোরে এক নির্বাচনী প্রচারে গিয়েই মজার ঘটনার সাক্ষী হলেন প্রিয়াঙ্কা। তিনি মঞ্চে উঠতেই এগিয়ে আসেন দলের স্থানীয় নেতাকর্মীরা। কেউ গোলাপ ফুল দিয়ে, কেউ বা সেলফি তুলে স্বাগত জানান প্রিয়াঙ্কাকে।
আরও পড়ুন: ছত্তিসগড়ে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ
হাসিমুখেই তাদের সঙ্গে কথাও বলছিলেন কংগ্রেস নেত্রী। সেই সময়ে হাতে ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসেন এক প্রবীণ নেতা। তুলে দেন কংগ্রেস নেত্রীর হাতে। কিন্তু ফুলের তোড়া হাতে নিয়ে প্রিয়াঙ্কা কিছুটা বিস্মিত। কারণ তোড়া আছে, কোনো ফুল নেই।
মজার এই কাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে এক্স তথা টুইটারে ছড়িয়ে পড়েছে। অনেকের ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা তোড়া হাতে পেয়ে ভরা মঞ্চেই স্বভাবসুলভ ভঙ্গিতেই হেসে ফেলেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
হাসিমুখেই ফুলের তোড়ার দিকে ওই নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তার চোখে সকৌতুক জিজ্ঞাসা ‘তোড়া তো দিলেন, কিন্তু ফুল কোথায়।’ তবে সেই জিজ্ঞাসা দৃষ্টি কোনো জবাবের জন্য নয়। সেই খালি তোড়াই শ্রদ্ধার সঙ্গেই গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রিয়াঙ্কা গান্ধীর
নেতাকর্মীরাও যখন দেখলেন ফুলের তোড়ায় ফুল নেই। তখন তারাও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তোড়ায় যে ফুল নেই তা খেয়াল করেননি প্রবীণ ওই রাজনৈতিক নেতা। ঘটনা দৃষ্টে ধারণা করা যায়, ওই নেতা ফুলের তোড়াই নিয়ে এসেছিলেন। কিন্তু কখন তোড়া থেকে ফুল পড়ে গেছে, তা তিনি খেয়াল করেননি।
Tag: English News lid news world
No comments: