বড় পরিবার, ৭–৮টি করে সন্তান নেয়ার প্রথা ফেরাতে হবে: পুতিন
রুশ নারীদের প্রত্যেককে ৮টি কিংবা এর বেশি সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া বড় পরিবারের প্রথা ফেরানোর কথাও বলেছেন তিনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
সম্প্রতি মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিও বার্তায় পুতিন এসব কথা বলেন বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট, মিররসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
আরও পড়ুন: ১১১ বার ছুরিকাঘাতে বান্ধবীকে খুন করা যুবককে কেন ক্ষমা করে দিলেন পুতিন?
এতে বলা হয়, নব্বই দশক থেকেই রাশিয়ায় জনসংখ্যা তেমন বাড়ছে না। অন্যদিকে কিয়েভের দাবি, ইউক্রেনের সঙ্গে প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধে তিন লাখ রুশ হতাহত হয়েছেন। এ কারণেই বেশি সন্তান নেয়ার কথা বলছেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেছেন,
আগামীতে রাশিয়ার প্রধান লক্ষ্য হবে জনসংখ্যা বাড়ানো।
রুশ প্রথার কথা উল্লেখ করে পুতিন বলেন,
পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে, তা অনেকেই মানেন। বিশেষ করে ৪, ৫ কিংবা এর বেশি সন্তান নেয়ার বিষয়টি। তবে আমাদের দাদা–দাদীরা ৭ থেকে ৮টি করে সন্তান নিতেন। আসুন, সেই ধারা ফিরিয়ে আনি। অনেক সন্তান নেয়া, বড় পরিবার; যেন প্রথায় পরিণত হয়।
তবে ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ‘সবাইকে ৮ সন্তান নিতে বললেও, এখন পর্যন্ত পুতিনের নিজের সন্তানই দুজন।’
Tag: English News lid news others world


No comments: