জাপান উপকূলে ৮ ক্রু নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
জাপানের ইয়াকুশিমা দ্বীপে আটজন ক্রু নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে এই বিমান দুর্ঘটনা ঘটে।
জাপানের ইয়াকুশিমা দ্বীপে আটজন ক্রু নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ফাইল ছবি
জাপান কোস্ট গার্ডের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
জাপানের সম্প্রচারমাধ্যম এমবিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: ভূমধ্যসাগরে বিমান বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত
জাপান কোস্ট গার্ডের ওই মুখপাত্র বলেছেন, ‘বিমানের ভেতরে থাকা ক্রুরা সুস্থ আছেন কি না- এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই। ‘
এছাড়া, এ বিষয়ে জাপানে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেননি।
Tag: English News lid news world
No comments: