হামাসের কঠিন প্রতিরোধ, হামলায় দিশেহারা ইসরাইলি বাহিনী
অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে হামাস যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধে চরম বিপর্যয়ের মুখে ইসরাইলি সেনারা। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে নেতানিয়াহু বাহিনীর ১৬০টি অবস্থানে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি সংগঠনটি। নজিরবিহীন প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হচ্ছে ইসরাইলি সেনারা।
গাজা উপত্যকাকে চারদিক থেকে ঘিরে রেখে ইসরাইলি সেনারা স্থল অভিযান চালাচ্ছে। তবে হামাসের তীব্র প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হচ্ছে নেতানিয়াহুর সেনারা। ছবি: সংগৃহীত
গাজা উপত্যকাকে চারদিক থেকে ঘিরে রেখে ইসরাইলি সেনারা স্থল অভিযান চালাচ্ছে। তবে হামাসের তীব্র প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হচ্ছে নেতানিয়াহুর সেনারা। ছবি: সংগৃহীত
গাজা উপত্যকাকে চারদিক থেকে ঘিরে রেখে ইসরাইলি সেনারা স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। তবে হামাসের তীব্র প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হচ্ছে নেতানিয়াহুর সেনারা।
গাজায় স্থল অভিযানের বেশকিছু ভিডিও প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ। হামাস যোদ্ধাদের সঙ্গে উপত্যকাটির বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর সদস্যদের লড়তে দেখা যায় এতে। ট্যাংক থেকে সরাসরি বেসামরিক ভবন লক্ষ্য করেই নির্বিচারে গোলা নিক্ষেপ করছে ইসরাইলি সেনারা।
আরও পড়ুন: ইসরাইলের বিরুদ্ধে আনা জাতিসংঘের প্রস্তাবে ভারতের সমর্থন
তাদের দাবি, হামাস যোদ্ধারা এসব ভবনের ভেতরে লুকিয়ে আছে। আর ভবনগুলোর নিচে আছে হামাসের টানেল নেটওয়ার্ক। বেশ কিছু টানেল ধ্বংসের দাবিও করেছে ইসরাইল। তবে এখন পর্যন্ত কোনো জিম্মির খোঁজ পায়নি তারা। এটিকে গাজায় ইসরাইলি সেনাদের স্থল অভিযানের ব্যর্থতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।
আল জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় প্রতিরোধের পাহাড় গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি সংগঠন হামাস। ইসরাইলি সেনাদের ওপর হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি।
হামাস যোদ্ধাদের বডিক্যামে ধারণ করা এসব ভিডিওতে দেখা যায়, গোলার মাধ্যমে নেতানিয়াহু বাহিনীর অত্যাধুনিক ট্যাংক ধ্বংসের চিত্র। গোপন টানেল থেকে বের হয়ে চালানো এসব হামলায় দিশেহারা ইসরাইলি সেনারা। গাজার উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপ যেন গোলকধাঁধায় পরিণত হয়েছে তাদের জন্য। কোন দিক থেকে হামলা হতে পারে সেই ভয়েই থাকছে তারা।
আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
গাজায় চলমান যুদ্ধে মাত্র ৪৮ ঘণ্টায় নেতানিয়াহু বাহিনীর ১৬০টির বেশি অবস্থানে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি সংগঠনটি। তাদের দাবি, গুঁড়িয়ে দিয়েছে ২৫টির বেশি ট্যাংক ও সাঁজোয়া যান। ফিলিস্তিনের ৭৫ বছরের ইতিহাসে এমন তীব্র প্রতিরোধের মুখে পড়েনি ইসরাইল। বিশ্বের দুর্ধর্ষ সেনা ও ট্যাংক বহর নিয়ে নেতানিয়াহু বাহিনীর অহংকারকে একাই ধুলোয় মিশিয়ে দিচ্ছে হামাস।
Tag: English News lid news world
No comments: