Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ের নিলামে নেপোলিয়ানের হ্যাট, বিক্রি ২১ লাখ ডলারে




ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের বিখ্যাত একটি হ্যাট নিলামে তোলা হয়েছে। নিলামে হ্যাটটি ২১ লাখ ডলারে বিক্রি হয়েছে। খবর আল জাজিরার। নেপোলিয়ানের হ্যাটটি দু’কোণা বিশিষ্ট বলে এটি বাইকর্ন হ্যাট নামে পরিচিত ছিল। রোববার (১৯ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে হ্যাটটি নিলামে তোলা হয়। এর আগে ২০১৪ সালেও হ্যাটটি নিলামে তোলা হয়েছিল। সে সময় ২০ লাখ ডলারে বিক্রি হয়েছিল এটি। ১৯ শতকে ফরাসি সাম্রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। সে সময় ওই হ্যাটটি ব্যবহার করতেন তিনি। যুদ্ধক্ষেত্রে তাকে যেন আলাদা করে চেনা যায় তাই এই হ্যাটটি পরতেন তিনি। দু’কোণা বিশিষ্ট হওয়ায় হ্যাটটি বাইকর্ন হ্যাট নামেও পরিচিত। তিনি এই হ্যাটটি তার শাসনামলের মাঝামাঝি সময়ে ১৮০৮ থেকে ১৮১৫ সাল পর্যন্ত পরেছেন। আরও পড়ুন: রাশিয়ায় পালালো ইউক্রেনের পাইলট পশমের তৈরি এই বিশেষ ধরণের হ্যাটটির রঙ কালো এবং ফরাসি পতাকার প্রতীক হিসেবে নীল-সাদা-লাল রঙের। এই হ্যাটের রঙ জন্য এটির কদর আরও বাড়িয়েছে। ধারণা করা হয় নেপোলিয়ানের ১২০টি বাইকর্ন হ্যাট ছিল। যার মধ্যে মাত্র ২০টি অবশিষ্ট আছে বলে মনে করা হয়। নিলামে ওঠা হ্যাটটি একজন শিল্পপতির সংগ্রহে ছিল। ২০২২ সালে তিনি মারা যান। তাই তার সংগ্রহে থাকা নেপোলিয়নের স্মৃতিচিহ্নের সঙ্গে হ্যাটটিও বিক্রি করা হয়। আরও পড়ুন: আড়াইলাখ পাউন্ডে বিক্রি মাইকেল জ্যাকসনের জ্যাকেট রোববার দ্বিতীয়বারের মতো নিলামে বিক্রি হয় হ্যাটটি। তবে এর ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। নিলামকারী জ্যঁ পিয়েরে ওসেনাত বলেছেন, নিলামে কেনা নেপোলিয়ান হ্যাটটির ক্রেতার পরিচয় দিতে অসম্মতি জানিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply