বিধ্বস্ত গাজার ছবি প্রকাশে কড়াকড়ি স্যাটেলাইট কোম্পানিগুলোর
ইসরাইলের হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার ছবি প্রকাশে কড়াকড়ি আরোপ করেছে স্যাটেলাইট কোম্পানিগুলো। কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা সংবাদ সংস্থাগুলোকে গাজার কোনো উপগ্রহ চিত্র সরবরাহ করছে না। তবে ইউক্রেন যুদ্ধের একই ধরনের ছবি বা চিত্র সরবরাহ অব্যাহত রেখেছে তারা।
উপগ্রহ চিত্রে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের আগে ও পরের দৃশ্য। ছবি: সংগৃহীত
গত এক মাস ধরে গাজা উপত্যকায় বিরামহীনভাবে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে পুরো গাজা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হতাহত হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। এরপর গত ২২ অক্টোবর স্থল অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। গাজাসহ পুরো অঞ্চলের পরিস্থিতি বোঝার জন্য উপগ্রহ চিত্র খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু যেসব কোম্পানি সংবাদ মাধ্যমগুলোকে এসব চিত্র সরবরাহ করে, তারা গাজার ছবি সরবরাহে কড়াকড়ি আরোপ করেছে। আল জাজিরার প্রতিবেদন মতে, স্যাটেলাইট কোম্পানি প্ল্যানেট ল্যাবস গ্রাহকদের উচ্চ রেজ্যুলেশনের ছবি বা চিত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট সেমাফোরও বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি: আরবদের তোপের মুখে যুক্তরাষ্ট্র
প্ল্যানেট ল্যাবের সাবস্ক্রাইবার তথা গ্রাহকরা সেমাফোরকে জানিয়েছেন, ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে প্ল্যানেট ল্যাবস গাজার উত্তরাঞ্চলের কোনো নিম্ন বা মাঝারি রেজ্যুলুশনের চিত্রও সরবরাহ করেনি। কোম্পানিটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক বিজ্ঞানীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত।
কেন এমন কড়াকড়ি বা বিধিনিষেধ, তার কারণ বা ব্যাখাও দিচ্ছে না প্ল্যানেট ল্যাবস। তবে সেমাফোর জানিয়েছে, গত ১৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে ইসরাইলি ট্যাঙ্ক বহরের অবস্থানের বিস্তারিত চিত্র উঠে আসে। গাজার ওই স্যাটেলাইট চিত্র নিয়ে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা উদ্বিগ্ন প্রকাশ করে।
আরেক স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস ছবি প্রকাশ করছে। তবে তাদের বিরুদ্ধে ‘উল্লেখযোগ্য সময়’ বিলম্বে ছবি প্রকাশ করার অভিযোগ উঠেছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকাকে দুইভাগে ভাগ করে ফেলার দাবি করেছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনীর সঙ্গে হামাসের চলছে ব্যাপক লড়াই।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিক্ষোভ /১০০ ফুট দীর্ঘ কাগজে নিহত ফিলিস্তিনিদের নাম (ভিডিও)
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। সেনারা যাতে ট্যাংক নিয়ে গাজার আরো ভেতরে প্রবেশ করতে পারে সেজন্যই হামলা জোরদার করা হয় বলে জানায় আইডিএফ। একইসঙ্গে উপত্যকাটি দুই ভাগে বিভক্ত করার দাবি করা হয়েছে। তেল আবিব বলছে, ইসরাইলি সেনারা উপত্যকাটির উপকূলে পৌঁছে গিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। একইসঙ্গে, গাজায় প্রবেশ করা ইসরাইলি সেনারা তাদের প্রতিরোধের মুখে পড়েছে বলেও দাবি করা হয়। সংগঠনটির বরাত দিয়ে আল জাজিরা বলছে, ইসরাইলি সেনারা যখনই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তখনই তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
গাজার পাশাপাশি এদিন লেবাননেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। তাদের হামলায় শিশুসহ কয়েকজন হতাহত হয়েছেন।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেবানন সরকার। যদিও, ইসরাইলি বাহিনীর দাবি গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানো হয়েছে।
Tag: English News lid news world
No comments: