যে কারণে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন ধোনি
ভারতের ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নেয় ভারত।
শুধু তাই নয়, ধোনির নেতৃত্বে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৫টি শিরোপা জিতে চেন্নাই সুপার কিংস। ৪২ বছর বয়সি এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান এখনও চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন।
ভারতের হয়ে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান করা ধোনি ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এখন শুধু আইপিএল খেলে যাচ্ছেন। হয়তো অচিরেই আইপিএল থেকেও বিদায় নেবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক ভক্তকে ধোনি বলেন, আপনার অন্তত একবার পাকিস্তানে যাওয়া উচিত ওখানকার খাবারের স্বাদ চেখে দেখার জন্য। ধোনির উত্তরে ওই ভক্ত বলেন ‘আমি খাবার ভালোবাসি ঠিক আছে, কিন্তু পাকিস্তানে গিয়ে খেতে চাই না।’
Tag: English News games

No comments: