Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গায়ে এঁটো প্লেটের ছোঁয়া, বিয়েবাড়িতেই ওয়েটারকে পিটিয়ে হত্যা




বিয়েবাড়িতে কাজ করতে এসে প্রাণ হারালেন ২৬ বছর বয়সী তরুণ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। গত ১৭ নভেম্বর শহরের পুস্টা রোডে সিজিএস বাটিকা গেস্ট হাউসে বসেছিল ওই বিয়ের আসর। পোশাক নষ্ট হওয়ার রাগে ওয়েটারকে বেধড়ক মারধর করেন অতিথিরা। সংগৃহীত ফাইল ছবি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদেনে জানিয়েছে, ঘটনার সূত্রপাত এক ওয়েটারের এঁটো প্লেট নিয়ে যাওয়াকে ঘিরে। বিয়ের আসরে কিছু ব্যবহৃত প্লেট হাতে করে নিয়ে যাচ্ছিলেন ওয়েটার হিসেবে কর্মরত পঙ্কজ। সে সময় অসাবধানতায় অতিথিদের গায়ে এঁটো প্লেটের স্পর্শ লেগে যায়। সেখান থেকেই শুরু ঝামেলা। পুলিশ জানিয়েছে, পঙ্কজ নামক ওই যুবক পড়াশোনা করত। পরিবারে আর্থিক সাহায্য করার জন্যই পড়াশোনার ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে ওয়েটারের কাজও করতেন। আরও পড়ুন: গাড়ি-জমি না পেয়ে বিয়ে ভাঙলেন প্রেমিক, প্রেমিকার আত্মহত্যা গত ১৭ নভেম্বর গাজিয়াবাদের অঙ্কুর বিহারে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করতে গিয়েছিলেন। খাবারের এঁটো প্লেট তুলে যখন ভিতরে আনছিলেন, সেই সময়ে বরযাত্রীতে আসা ঋষভ নামক এক যুবকের গায়ে ধাক্কা লাগে। ঋষভ ধাক্কা মারেন ওয়েটারকে, এঁটো প্লেট আরও দু’জনের গায়ে লেগে যায়। পোশাক নষ্ট হওয়ার রাগে ওয়েটারকে বেধড়ক মারধর করেন অতিথিরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন পঙ্কজ। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ঋষভ ও তার বন্ধুরা পরে পঙ্কজকে তুলে একটি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন। পর দিন জঙ্গল থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। আরও পড়ুন: প্রেমের টানে ভারতে পাক তরুণী, কলকাতায় বিয়ে তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তে পঙ্কজের ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। জনৈক ঠিকাদার মনোজ গুপ্তার মাধ্যমে ওই বিয়েবাড়িতে ওয়েটারের কাজ পেয়েছিলেন পঙ্কজ। পুলিশ এই ঘটনায় ঋষভসহ আরও দু’জনকে গ্রেফতার করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply