Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নাইজেরিয়ায় সশস্ত্রবাহিনীর হামলায় নিহত ১৬০




পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মধ্যাঞ্চলের প্লাতিউ প্রদেশের একটি গ্রামে সশস্ত্রবাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন তিনশতাধিক। নাইজেরিয়ায় মধ্যাঞ্চলের প্লাতিউ প্রদেশের একটি গ্রামে সশস্ত্রবাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। ফাইল ছবি সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এর আগে, রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির সেনাবাহিনী এ হামলায় ১৬ জন নিহতের খবর জানিয়েছিল। তবে সোমবার সকাল হতেই এ সংখ্যা ভয়াবহ আকারে বেড়েছে। প্লাতিউ প্রদেশের বোক্কসের স্থানীয় সরকারের প্রধান মোন্ডে কাসাহ এএফপিকে বলেন, ‘সোমবার সকাল পর্যন্ত ১১৩ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে।’ আরও পড়ুন: নাইজেরিয়া /‘ভুলবশত’ সেনাবাহিনীর ড্রোন হামলা, ৮৫ বেসামরিক নিহত কাসাহ বলেন, সশস্ত্র গ্যাংটি স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত। সশস্ত্রবাহিনীটি ওই গ্রামের অন্তত ২০টি সম্প্রদায়ের মধ্যে ধারাবাহিক হামলা চালায় এবং বাড়িঘর পুড়িয়ে দেয়। তিনি বলেন, তিন শতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাদের বোক্কোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, স্থানীয় রেড ক্রস প্রাথমিকভাবে বোক্কোস অঞ্চলের ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। অন্যদিকে, রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোমের মতে, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও পড়ুন: নাইজারে বিদ্রোহীদের হামলায় নিহত ১২ সেনা এ হামলার নিন্দা জানিয়ে ডিকসন চোলোম নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। নাইজেরিয়ার মধ্যাঞ্চলটিতে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্ন মতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে গোষ্ঠীগত সংঘাতে কয়েক শ মানুষের প্রাণ গেছে। গত মে মাসে সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাতে ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply