দাবি আদায়ে হামাসের নতুন ‘শর্ত’
বন্দি মুক্তির দাবি পূরণ না করলে ইসরাইলি বন্দিদের মুক্তি দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে হামাসের এই হুঁশিয়ারির পরও সোমবার (১১ ডিসেম্বর) দক্ষিণ গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রোববার (১০ ডিসেম্বর) ইসরাইল সেনাবাহিনী গাজার খান ইউনিস শহর এবং দক্ষিণ গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে। এর প্রতিবাদে হামাস ইসরাইল সেনাবাহিনীকে হুমকি দেয়, ‘এমন হামলা চলতে থাকলে ইসরাইলিদের সঙ্গে কোনো আলোচনায় বসা হবে না। অবরুদ্ধ গাজায় যেসব ইসরাইলি বন্দি আছে, তাদের জীবিত ফেরত দেয়া হবে না।’
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস শতাধিক বন্দিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি শেষ হয়ে গেলেও গাজায় হামাসের হাতে এখনো ১৩৭ জন ইসরাইলি বন্দি আছেন। অন্যদিকে ইসরাইলি কারাগারে এখনো বন্দি আছেন সাত হাজার ফিলিস্তিনি।’
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেবে না হামাস
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় ১২০০ জন নিহত হন। আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি ইসরাইলি। ওই দিনই দেশটির ২৪০ জন বাসিন্দাকে বন্দি করে নিয়ে যায় হামাস।
সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনবরত হামলা চালাচ্ছে ইসরাইল। নৃশংস এই হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল এবং শরণার্থী শিবিরও। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
Tag: English News lid news others world
No comments: