Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বরফের নদীতে বিমানের অবতরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা




রাশিয়ার দূরপ্রাচ্যে ঠান্ডায় জমে বরফে রূপ নেয়া নদীতে একটি বিমান অবতরণ করেছে। ওই বিমানে ৩০ জন যাত্রী ছিল। পাইলটের ভুলের কারণে নিকটতম বিমানবন্দর থেকে কিছু দূরে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এন–২৪ মডেলের উড়োজাহাজটি বরফে রূপ নেয়া কোলিমা নদীতে অবতরণ করে। ছবি: সংগৃহীত দেশটির যোগাযোগ প্রসিকিউটরদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পোলার এয়ারলাইনসের সোভিয়েত আমলের আন্তোনোভ এএন–২৪ মডেলের উড়োজাহাজটি বরফে রূপ নেয়া কোলিমা নদীতে অবতরণ করে। এতে উড়োজাহাজের আরোহীদের কেউ আহত হননি। আরও পড়ুন: মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ‘ডানা’ খুঁজে পাওয়ার দাবি জেলের! যোগাযোগ প্রসিকিউটার বলেন, পোলার এয়ারলাইন্সের এন-২৪ মডেলের ওই বিমানটি ইয়াকুতিয়া রাজ্যের জাইরিয়াঙ্কার পাশে কোলিমা নদীতে নিরাপদে অবতরণ করে। পূর্ব সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রোসিকিউটরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বিমানের পাইলটের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। প্রসিকিউটররা বরফের নদীতে বিমানটির অবতরণের ছবি প্রকাশ করেছে। অন্যদিকে ইজভেস্টিয়া সংবাদমাধ্যম বিমানটি থেকে নামা যাত্রীদের ছবি প্রকাশ করেছে। আরও পড়ুন: মাঝ-আকাশে যাত্রীর মৃত্যু, বিমানের জরুরি অবতরণ পোলার এয়ারলাইন্সের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এন-২৪ মডেলের বিমানটি জাইরিয়াঙ্কার বিমানবন্দরের পাশেই বরফের নদীতে অবতরণ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply