লোহিত সাগরে জাহাজ আক্রমণকারী হুতিদের তিনটি নৌকা ডুবিয়েছে যুক্তরাষ্ট্র
লোহিত সাগরে পণ্য পরিবহণকারী জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৩১ ডিসেম্বর) হুতিদের তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুক্তরাষ্ট্রের ইউএসএস গ্রেভলি। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, রোববার সকালে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজের হেলিকপ্টার থেকে গুলি করে হুতিদের তিনটি নৌকা ডুবিয়ে দেয় যুক্তরাষ্ট্র। সকালে পণ্য পরিবহণকারী প্রতিষ্ঠান মেয়াস্কের জাহাজ হাংজু থেকে আপদকালীন কল করা হয়। বলা হয়, চারটি ছোট নৌকা আক্রমণ করেছে জাহাজটিকে। এ সময় হুতিদের নৌকা থেকে গুলি ছোঁড়া হলে যুক্তরাষ্ট্র পাল্টা গুলি ছোঁড়ে। এতে হুতিদের তিনটি নৌকা ডুবে যায়। অন্য নৌকাটি স্থান ত্যাগ করতে সক্ষম হয়।
২৪ ঘণ্টার মধ্যে হাংঝু জাহাজের ওপর দ্বিতীয়বারের মত আক্রমণ চালালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার রাতে মায়েস্কের হাংজু জাহাজের ওপর হুতিদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পরপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার জন্য এর কার্যক্রম বন্ধ রেখেছে আন্তর্জাতিক পণ্য পরিবহণকারী প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:ইসরাইলগামী যেকোনো জাহাজে হামলা করা হবে: হুতি
এর আগে হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল, গাজায় ইসরাইলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর ওপর হামলা বন্ধ করবে না। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যৌথভাবে সাগরে টহলের সিদ্ধান্ত নিয়েছে।
No comments: