ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ২৪৯ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ২৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজারে। সোমবার (৮ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ২৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫১০ জন।
গত তিন মাসেরও বেশি সময় গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এতে ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার দুই-তৃতীয়াংশই নারী। এছাড়া আহত হয়েছেন ৫৮ হাজারেরও বেশি।
আরও পড়ুন: গাজায় কবর খুঁড়ে ১৫০ মরদেহ ‘চুরি’ করেছে ইসরাইল
এদিকে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৮ জানুয়ারি) দক্ষিণ লেবাননের একটি গ্রাম লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডারসহ অন্তত দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহত ওই কমান্ডারের নাম ইসাম আল তাবিল। তিনি সশস্ত্র গোষ্ঠীটির অভিজাত রাদওয়ান ফোর্সের উপপ্রধান ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘হিজবুল্লাহর ওই কমান্ডার আরও এক যোদ্ধাসহ গাড়িতে করে দক্ষিণ লেবাননের মাজদাল সেলম গ্রামের মধ্যদিয়ে যাচ্ছিলন। এ সময় তাদের গাড়ির ওপর বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এতে ওই কমান্ডার ও তার সাথের যোদ্ধা নিহত হন।’
আরও পড়ুন: গাজায় ১০৯ সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল
গত তিন মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। যুদ্ধ শুরু থেকেই হামাসকে সমর্থন জানিয়ে ইসরাইলে রকেট হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এতে ইসরাইলের কয়েকজন বেসামরিক নাগরিকসহ বহু সেনা নিহত হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। বিপরীতে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত হিজবুল্লাহর ১৩০ যোদ্ধা নিহত হয়েছে।
Tag: English News lid news world
No comments: