ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
ইসরাইলিদের বর্বর হামলায় গাজার প্রায় ৭০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি একটি সূত্র বার্তা সংস্থাটিকে জানায়, ‘হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি অথবা জিম্মি মুক্তি নিয়ে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত মধ্যস্থতাকারীদের অবহিত করেছে।’
মঙ্গলবার (২ জানুয়ারি) হামাসের পলিটব্যুরোর উপ-প্রধান সালেহ আল-অরৌরিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরাইল। এরপরই এ সিদ্ধান্ত নিয়েছে গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। ইসরাইলের ওই হামলায় অরৌরি ছাড়াও আল-কাসেম ব্রিগেডসের দুই কমান্ডারসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হামাসের যত নেতা নিহত হয়েছেন, তাদের মধ্যে সালেহ ছিলেন সবচে জ্যেষ্ঠ এবং উচ্চপদস্থ।
আরও পড়ুন: আরৌরি হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি হামাস ও হিজবুল্লাহর
প্রায় তিনমাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি সেনারা। এতে এখন পর্যন্ত গাজায় ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৫৭ হাজারেরও বেশি।
এছাড়া ইসরাইলিদের বর্বর হামলায় গাজার প্রায় ৭০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে উপত্যকাটির প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঘরবাড়ি হারানোর পাশাপাশি তীব্র খাদ্য সংকটেও পড়েছেন তারা।
Tag: English News Featured others world
No comments: