Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » এবার ট্রাম্পকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ডিস্যান্টিস




যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে রোববার (২১ জানুয়ারি) নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। ফাইল ছবি সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে। গেল সপ্তাহে আইওয়ায় রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচনে বিশাল বিজয় পান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেকটা পিছিয়ে ছিলেন রন ডিস্যান্টিস, কিন্তু তারাই ছিলেন মূল প্রতিদ্বন্দ্বী। আগামী মঙ্গলবার (২৩ জানুয়ারি) দলের মনোনয়ন নিশ্চিতে পরবর্তী নির্বাচন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে। এর দুদিন আগেই রিপাবলিকান পার্টির এই মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ডিস্যান্টিস। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা প্রায় ৫ মিনিটের এক ভিডিওতে রন ডিস্যান্টিস বলেন, তার প্রচারাভিযান শেষ হয়েছে। যদি একটি অনুকূল ফলাফল তৈরির জন্য আমি কিছু করতে পারি, আরও প্রচারণা বন্ধ, আরও সাক্ষাৎকার, আমি তা করব।’ তিনি আরও জানান, তিনি তার সাত মাসের প্রচারাভিযান বন্ধ করছেন। আরও পড়ুন: নিউ হ্যাম্পশায়ারে জিততে জোর প্রচারণায় ট্রাম্প ফ্লোরিডার এই গভর্নর বলেন, তিনি ট্রাম্পকে সমর্থন করছেন। কারণ, আইওয়াতে প্রথম প্রতিদ্বন্দ্বিতায় ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর স্পষ্টভাবে এগিয়ে আছেন। ডিসান্টিস আরও বলেন, এটি স্পষ্ট হয়ে গেছে যে বেশিরভাগ রিপাবলিকান ভোটার ‘ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চান’। তিনি ট্রাম্পের প্রতি সমর্থনের কথা ঘোষণা করে বলেন, 'করোনাভাইরাস মহামারি এবং অ্যান্থনি ফুচিকে পদোন্নতি দেয়ার মতো ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার দ্বিমত ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ট্রাম্প অনেক ভালো। বিষয়টি পরিষ্কার।' আরও পড়ুন: ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কামালা হ্যারিসের ডিস্যন্টিসের সরে যাওয়ার পর মনোনয়ন দৌড়ে ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন তারই নিযুক্ত এক সময়ের জাতিসংঘে মার্কিন প্রতিনিধি রাষ্ট্রদূত নিকি হ্যালি। রোববার নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, একে একে সব পুরুষ প্রার্থী সটকে পড়েছেন। এখন একমাত্র পুরুষের বিরুদ্ধে টিকে আছে একজন নারী। মার্কিন জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে চান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply