মালদ্বীপের ‘সার্বভৌমত্ব’ রক্ষায় সহায়তা করবে চীন
মালদ্বীপের ‘সার্বভৌমত্ব’ রক্ষায় সহায়তা করার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে এ কথা বলেছেন তিনি।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে চীন ও মালদ্বীপের মধ্যে অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়। ভারতের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক বিরোধ চলাকালে চীনের প্রেসিডেন্ট দ্বীপরাষ্ট্রটির পাশে থাকার কথাও জানান।
আরও পড়ুন: চীনকে আরও বেশি বিনিয়োগ ও পর্যটক পাঠানোর আহ্বান মালদ্বীপ প্রেসিডেন্টের
শি মালদ্বীপের প্রেসিডেন্টকে বলেন,
নতুন পরিস্থিতিতে চীন-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কে অতীতের অর্জনগুলোকে নতুন করে গড়ে তোলার ও সামনে এগিয়ে যাওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।
চীনা প্রেসিডেন্ট আরও বলেন,
মালদ্বীপের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সুরক্ষাকবচ হিসেবে সহায়তা দিতে ভূমিকা রাখবে চীন।
শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে মুইজ্জু জানান, তার দেশের অর্থনৈতিক উন্নতি ও অবকাঠামো উন্নয়নে চীনের বেশ অবদান রয়েছে।
এর আগে, মোহাম্মদ মুইজ্জু তার দেশে আরও বেশি পর্যটক পাঠানোর জন্য চীনকে আহ্বান জানান। ভারতের সঙ্গে চলমান বিরোধের জেরে ভারতীয় পর্যটকরা পূর্বনির্ধারিত সফর বাতিল করার পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
Tag: English News others world
No comments: