কলম্বিয়ায় ভূমিধসে ২৩ জনের প্রাণহানি
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। আর আহত হয়েছেন প্রায় ৩০ জন।
কলম্বিয়ায় ভূমিধসের কারণে বেশকিছু গাড়ি দুমড়েমুচড়ে গেছে। ছবি: সংগৃহীত
শুক্রবার (১২ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
চোকো ডিপার্টমেন্ট অঞ্চলের গভর্নর দফতরের এক কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মেদেলিন ও কুইবদো শহরকে যুক্ত করে যে সড়ক, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘রাস্তায় কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে অনেক মানুষ তাদের যানবাহন ফেলে একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভূমিধসে তারা চাপা পড়েন।’
আরও পড়ুন: কঙ্গোয় বন্যা ও ভূমিধসে ৪০ জনের প্রাণহানি
কারমেন ডি আত্রাতোর মেয়র জেইস হেরেরা স্থানীয় টেলিভিশন স্টেশন কারাকোলকে বলেন, ভূমিধসে লোকজন ‘গুরুতর আহত’ হয়েছেন। এছাড়া অনেকে এখনো মাটির নিচে আটকা পড়ে আছেন।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ফ্রানসিয়া মারকুইজ এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে ৪৭ জনের প্রাণহানি
কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো চোকো অঞ্চলের মানুষদের সব ধরণের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে, কাদা ও ভূমিধসে অনেকগুলো গাড়ি দুমড়েমুচড়ে গেছে।
Tag: English News Featured others world
No comments: