Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » তাপমাত্রা ওঠা-নামার অজুহাতে বন্ধ হয়নি যশোরের শিক্ষা প্রতিষ্ঠান




তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও যশোরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়নি। আবহাওয়া দফতরের তথ্য বলছে, সোমবার (২২ জানুয়ারি) যশোর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতের মধ্যেও যশোরে শিশুদের নিয়ে বিদ্যালয়ে আসছেন অভিভাবকরা। ছবি: সময় সংবাদ সরেজমিনে দেখা যায়, যশোর জেলা স্কুল, কালেক্টরেট স্কুল, যশোর ইনস্টিটিউট স্কুলসহ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় গুলো খোলা ছিল। উপজেলা পর্যায়েও কোনো স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি। ফলে তীব্র শীত উপেক্ষা করে শিশুদের স্কুলে পাঠিয়েছেন অভিভাবকেরা। লাভলী ইয়াসমিন নামে যশোর কালেক্টরেট স্কুলের এক অভিভাবক বলেন, হাড়কাঁপানো শীত। স্কুল খোলা থাকায় ছেলেকে স্কুলে দিয়ে গিয়েছিলাম। কিন্তু মেয়েটাকে কদিন ধরেই স্কুলে পাঠাচ্ছি না। স্কুল খোলা থাকলে, ক্লাস মিস দিলে আবার সমস্যা। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় একদিনে তাপমাত্রা কমল ২.৮ ডিগ্রি সেলসিয়াস জুবায়ের জনি নামে যশোর জিলা স্কুলের এক অভিভাবক বলেন, শীতের মধ্যে রিকশায় করে বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। হাত-পা হিমশীতল হয়ে গেছিল। স্কুল খোলা থাকায় যেতে হয়েছে। তিনি বলেন, পত্রিকায় দেখেছি তাপমাত্রা ১০ এর নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। আমার মনে হয় আগামী এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাই ভালো। কারণ এতে শীতে বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন বলেন, সকালে তাপমাত্রা ১০ এর নিচে নেমেছিল বলে আমরা জানতে পেরেছি। এ মৌসুমে আজই প্রথম তাপমাত্রার পারদ এতো নিচে নেমেছে। যেহেতু তাপমাত্রা ওঠা-নামা করে সেহেতু এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আরও পড়ুন: তীব্র শীতে কাঁপছে শ্রীমঙ্গল, তাপমাত্রা ৯.৭ যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোছা. খালেদা খাতুন রেখা বলেন, স্কুল বন্ধের বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply