ট্রাম্প নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, রায় দেবেন আদালত
প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপিলের শুনানি করতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার সন্দেহে ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। ছবি: সংগৃহীত
শনিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা, তা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রের সুপ্র্রিম কোর্ট একটি ঐতিহাসিক মামলার শুনানি করবে।
প্রতিবেদন মতে, কলোরাডো অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সেখানকার রিপাবলিকান প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের অংশ নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ট্রাম্পের পক্ষ থেকে আপিল করা হয়। স্থানীয় সময় শুক্রবার (৫ জানুয়ারি) মার্কিন সুপ্রিম কোর্ট বলেছেন, আদালত এই আপিলের শুনানি করতে রাজি।
আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ গ্রহণের অভিযোগ
সুপ্রিম কোর্ট জানায়, আগামী ফেব্রুয়ারিতে এ মামলার শুনানি হবে এবং শুনানি শেষে যে রায় দেয়া হয়েছে, তা দেশব্যাপী প্রযোজ্য হবে।
২০২১ সালে মার্কিন ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার সন্দেহে ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। সেসব মামলায় কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে একটি কলোরাডো অঙ্গরাজ্য। আগামী ৫ মার্চ কলোরাডো অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: এবার কলোরাডো নিয়েও আপিল করলেন ট্রাম্প
এদিকে ট্রাম্পকে কলোরাডোয় অযোগ্য ঘোষণা করার পর ২৭টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা কলোরাডোর রায়টি প্রত্যাখ্যান করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। আবেদনে তারা বলেন, ট্রাম্পকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দিলে বিশৃঙ্খলা আরও বাড়বে।
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীতে বলা হয়েছে, কেউ যদি সহিংসতা করে কিংবা সহিংসতার সঙ্গে জড়িত থাকে, তবে তিনি সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না। তবে ট্রাম্পের আইনজীবীরা বলেছে, সংবিধানের এই বিধি প্রেসিডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
No comments: