নিষেধাজ্ঞা প্রত্যাহার ভিসার মেয়াদ শেষ হওয়া কর্মীদের সৌদি ফেরার সুযোগ
ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যেসব প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারেননি তাদের ওপর থেকে তিন বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।
যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই তাদের সৌদি ভূখণ্ডে উপস্থিতি নিশ্চিতের পর ভিসা দেয়া হবে। ছবি: সংগৃহীত
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১৭ জানুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস ও সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এক্সিট এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যারা দেশটিতে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন সেসব প্রবাসীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট সব বিভাগ এবং স্থল, সমুদ্র ও বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত)।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে সুখবর দিলো সৌদি
জানা গেছে, ১৬ জানুয়ারি (মঙ্গলবার) থেকে তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার নতুন নির্দেশনা কার্যকর হয়েছে।
এর আগে, যারা দেশের বাইরে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি তাদের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা উল্লেখ করে, ওই প্রবাসীদের পুনরায় প্রবেশ ঠেকাতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আরও পড়ুন: স্পন্সর ভিসার অনুমোদন দেয়া শুরু করছে ইতালি
সময়মতো ফেরত না আসা শ্রমিকদের প্রবেশাধিকার না দেয়ার ব্যাপারে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই এই দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, শ্রমিকরা সময়মতো ফিরে না আসলে তাদের চুক্তি বাতিল করতে বাধ্য হন তারা। এতে কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, এক্সিট এবং রিএন্ট্রি ভিসা দেয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছে জাওয়াজাত। অধিদফতর বলছে, কর্মীকে অবশ্যই ট্রাফিক আইন লঙ্ঘনের সব বকেয়া জরিমানা হিসেবে দিতে হবে এবং যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই তাদের সৌদি ভূখণ্ডে উপস্থিতি নিশ্চিতের পরই ভিসা দেয়া হবে।
আরও পড়ুন: কানাডা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
এছাড়া কর্মীদের ৯০ দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেয়া হবে এবং আঙুলের ছাপ দিয়ে তাদের সেটি সংগ্রহ করার নির্দেশনা দেয়া হয়েছে।
Tag: English News Featured world
No comments: