বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আপাতত না খেলার ঘোষণা দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
Advertisement
এদিকে চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পেসার ও অধিনায়ক মাশরাফি চোটের কারণে বোলিং করতে পারছিলেন না নিয়মিত। ম্যাচ খেলার মতো ফিটও নন তিনি।
আরও পড়ুন: সাকিবের চোখের চিকিৎসা নিয়ে যা জানালেন বিসিবি পরিচালক
তবু খেলে যাওয়ায় শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার নিজে থেকেই চলতি বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি। সম্প্রতি জাতীয় সংসদের হুইপ হয়েছেন তিনি। সেই দায়িত্ব নিতেই এ সিদ্ধান্ত সিলেট অধিনায়কের।
আরও পড়ুৃন: লিটন কেন অধিনায়ক? প্রশ্নে যা বললেন নাফিসা কামাল
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের চলতি আসরে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে এক উইকেট পান মাশরাফি। মোহাম্মদ মিঠুন সিলেটকে চলতি আসরের বাকি সময় নেতৃত্ব দেবেন।
Tag: English News games politics
No comments: