মুজিবনগর উপজেলার রশিকপুর_মাধ্যমিক_বিদ্যালয়_যা বর্তমানে ভূতের বাড়ি বলেই পরিচিত স্কুল নির্মাণ ও স্কুলের নাম ঠিক হলেওদ ীর্ঘ ২০ বছরেও স্কুলটি চালু হয়নি।ম
েহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায়। গ্রামের ছেলে-মেয়েদের প্রাথমিক শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা নিতে যেতে হয় কয়েক কিলোমিটার দুরে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে।মদ, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ও গাঁজাসেবীদের দখলে কোটি টাকার একাডেমিক ভবনটি। মামলা জটিলতায় স্কুলটি চালু না হওয়ায় মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে ভবনটির কক্ষগুলো। চুরি হয়েছে দামি আসবাবপত্র, খসে পড়ছে ইট, দরজা ও জানালার গ্রিলগুলো। তা হারিয়েছে অনেক আগেই। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৩ সালে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রæভমেন্ট প্রজেক্টের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮৭ লাখ টাকা ব্যয়ে মুজিবনগরের রশিকপুর গ্রামে ৩ বিঘারও বেশি জমির উপর নির্মাণ করে দ্বিতলবিশিষ্ট বিদ্যালয় ভবন। বিদ্যালয়টির নাম দেয়া হয় রশিকপুর মাধ্যমিক বিদ্যালয়। ওই বছর দেশে ৫৪টি বিদ্যালয় একই প্রজেক্টের আওতায় নির্মাণ করা হয়। এর মধ্যে রশিকপুর মাধ্যমিক বিদ্যালয় ছাড়া বাকি ৫৩টি বিদ্যালয় চালু হয়। কিন্তু রশিকপুর মাধ্যমিক বিদ্যালয়টি আলোর মুখ দেখেনি। জানা গেছে, মুজিবনগর উপজেলার রশিকপুর শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া একটি গ্রাম। সেখানকার অধিকাংশ বাসিন্দা কৃষির ওপর নির্ভরশীল। গ্রাম থেকে ৫ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গার নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়, ভৈরব নদী পার হয়ে ৪ কিলোমিটার পর মুজিবনগরের বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় এবং ৩ কিলোমিটার দূরে টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়। দূর হলেও সেগুলোতেই রশিকপুর গ্রামের বাচ্চারা পড়াশোনা করে। অথচ নিজ গ্রামেই দ্বিতল ভবনের একটি বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ হলেও এখনো চালু হয়নি। পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা সম্পদ। হয়ে উঠেছে মাদকের অভয়াশ্রম। মুজিবনগর উপজেলা শিক্ষা অফিস থেকে জানা গেছে, বিদ্যালয়টির জন্য রশিকপুর গ্রামের সুলতান শেখ তার স্ত্রী আম্মাতন নেছা ৩ বিঘা ৫ কাঠা, আমির শেখ ১০ কাঠা এবং রতন শেখ ১০ কাঠা জমি দান করেন। জমিদানকারীদের মধ্যে আম্মাতন নেছা দাবি করেন, ৩ বিঘা জমির পরিবর্তে তাকে মাঠে ৫ বিঘা জমি দিতে হবে। দাবি অনুযায়ী কথাবার্তাও পাকা হয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে। কিন্তু সেই জমি না দেয়ায় ২০০৪ সালে জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালের ৯ মে মামলাটি খারিজ করে দেন আদালত। বিদ্যালয়টি চালুর জন্য সব নথিপত্রসহ সে সময়কার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল। তবে শিক্ষক নিয়োগ না হওয়ায় বিদ্যালয়টি এখনো চালু করা সম্ভব হয়নি বলে জানা গেছে। রশিকপুর গ্রামের ওয়াজেদ আলী খান জানান, পাঠদান শুরুর যাবতীয় উপকরণ এ ভবনে এক সময় ছিল। বিদ্যালয়ের সামনে আজও রয়েছে একটি বড় খেলার মাঠ। অথচ ২০ বছর পেরোলেও বিদ্যালয়টি চালু হয়নি। প্রতিনিয়তই মাদকের আখড়া বসে সেখানে। অবকাঠামো সব দিনে দিনে নষ্টের পথে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ পালু বলেন, শুনেছি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে মাদকের আখড়া বসে। আমরা পুলিশকে মাঝে মধ্যেই জানাই। পুলিশ এসে অভিযানও করে, তবে পুলিশ চলে গেলে আবারো তারা বসে। তারা উশৃঙ্খল, কিছু বলতে গেলেই তেড়ে আসে। মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, আমরা মাঝে মধ্যেই সেখানে অভিযান চালাই। আমাদের আসার বিষয়টি টের পেয়ে যায় এবং পালিয়ে যায়। আমরা ভিন্ন কৌশল ব্যবহার করে এলাকাটি মাদকমুক্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, শিক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে বিদ্যালয়ের সব কাগজপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। অনুমতি পেলেই বিদ্যালয়টি চালু করা হবে।Slider
দেশ - বিদেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: