Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » পুরুষ কর্মীদের ‘অনুপ্রাণিত’ করতে নারী কর্মীদের মেকআপের অনুরোধ!




অফিসের পুরুষ কর্মীদের ‘অনুপ্রাণিত’ করতে সেখানকার নারী কর্মীদের মেকআপ করে আসার অনুরোধ জানিয়ে তোপের মুখে পড়েছে একটি কোম্পানি। প্রতীকী ছবি প্ সম্প্রতি ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রতিষ্ঠানে। সেখানকার এক কর্মকর্তার দাবি, তিনি ‘রসিকতা’ করে বিষয়টি বলেছিলেন। গত ২৭ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানায় হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়, লুও নামে ওই কোম্পানির এক নির্বাহী কর্মকর্তা চীনা সামাজিক মাধ্যম উইচ্যাটের গ্রুপ চ্যাটে গত ৩০ নভেম্বর নারী কর্মীদের ‘হালকা মেকাপ’ করে আসতে বলেন। ওই গ্রুপে পাঁচজন নারী ছিলেন। নারী কর্মীদের উদ্দেশ্য করে ওই নির্বাহী কর্মকর্তা লেখেন, আমাদের দলকে (পুরষ) অনুপ্রাণিত করতে ডিসেম্বর থেকে হালকা মেকআপ নিয়ে আসুন প্লিজ। আমাদের পুরুষ সহকর্মীরা নারীদের বিকেলের চায়ের জন্য অর্থায়ন করবেন। তবে গ্রুপ থেকে এই মেসেজের কোনো প্রতিক্রিয়া না পেয়ে, এর গুরুত্ব বোঝাতে আবারও একই বার্তা পাঠান লুও। এসময় হুমকি দিয়ে তিনি লেখেন, আপনারা যখন মেসেজ পাবেন, দয়া করে উত্তর দিন। তা না হলে আপনাদের পারফরম্যান্স বোনাস কাটা হবে। এদিকে, লুও’র ওই বার্তা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। বার্তাটি তিনি পাঠিয়েছেন কিনা জানতে চাইলে ওই নির্বাহী কর্মকর্তা তা অস্বীকার করেননি। তবে এটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেন তিনি। বলেন, ‘এটি কেবল একটি রসিকতা। আমরা এটি (মেসেজ) মুছে ফেলেছি। সবাই জানে, এখানে এমন কিছু হয় না।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply