আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে চীনের সাথে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
অর্থপাচার, জঙ্গি কার্যক্রম ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে চীনের সাথে কাজ করবে বাংলাদেশ। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধগুলো যাতে প্রতিরোধ করা যায়, এ বিষয়ে চীনের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। আমাদের নিরাপত্তা বাহিনীর ট্রেনিং দিয়ে থাকে চীন এবং এটার পরিধিকে আরও বাড়ানোর জন্য অনুরোধ করেছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশসহ সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে।
বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামী ৫ বছর বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে চীন। তিনি বলেন, বেইজিং বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী।
এসময় সচিবালয়ে চীনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘গ্রেটওয়াল কোমেমোরেটিভ’ পদক তুলে দেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
Tag: politics
No comments: