Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসির জালে লিভারপুলের ৪ গোল, চারবার ‘দুর্ভাগা’ নুনিয়েজ




ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসির জালে লিভারপুলের ৪ গোল, চারবার ‘দুর্ভাগা’ নুনিয়েজ লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের শেষ মৌসুমটি স্মরণীয় করে রাখতে যথাসাধ্য চেষ্টাই করছেন নুনিয়েজ-জোতারা। জার্মান কোচ মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দেওয়ার পর এফএ কাপে নরউইচকে ৫-২ গোলে বিধ্বস্ত করে লিভারপুল। চেলসিও এতটুকু ছাড় পেল না। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে চেলসির হারের ব্যবধানটা্ও বড়, ৪-১। ক্লপ মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর টানা দুই ম্যাচেই দারুণ ফুটবল খেলল লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগে এ ম্যাচে চেলসিকে আরও বড় ব্যবধানে হারাতে পারত ক্লপের দল। উরুগুয়ে তারকা দারউইন নুনিয়েজের কপাল খারাপ, একাই চারবার চেলসির গোলপোস্টে বল মেরেছেন। গোলের কিছু সুযোগও নষ্ট করেছে লিভারপুল। ২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করা লিভারপুল আরও একটি গোল পেত যদি পেনাল্টি থেকে নুনিয়েজ গোল করতে পারতেন। প্রথমার্ধের যোগ করা সময়ে চেলসির বক্সে দিয়োগো জোতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। নুনিয়েজ এবারও বল মেরেছে পোস্টে! তবে চারবার বল পোস্টে মেরে উরুগুয়ে ফরোয়ার্ড ইতিহাসও গড়েছেন। ২০০৩ সাল থেকে অপটা ফুটবলের পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর প্রিমিয়ার লিগে এক ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে চারবার বল গোলপোস্টে মেরেছেন নুনিয়েজ। প্রথমার্ধে চেলসির পোস্ট তাক করে উরুগুয়ে তারকা একাই ৭টি শট নিলেও ২৩ মিনিটে প্রথম গোলটি এসেছে জোতার কাছ থেকে। কনোর ব্রাডলির পাস থেকে গোল করেন জোতা। উত্তর আয়ারল্যান্ডের ২০ বছর বয়সী রাইটব্যাক ব্র্যাডলি ৩৯ মিনিটে নিজেও গোল করেন। লিভারপুলের হয়ে এটা তাঁর প্রথম গোল। ৬৫ মিনিটে ব্র্যাডলির নিখুঁত ক্রস থেকে হেডে লিভারপুলকে তৃতীয় গোলটি এনে দেন দমিনিক সোবোসলাই। ৬ মিনিট পর এনকুনুর গোলের হারের ব্যবধান কমায় চেলসি। কিন্তু ৭৯ মিনিটে লুইস দিয়াজ গোল করায় আর বড় হার এড়াতে পারেনি চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে অ্যানফিল্ডে অপরাজিত লিভারপুল ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করল। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে সিটির সমান পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল।২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম দল চেলসি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply