Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ম্যাক্সওয়েল ঝড়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া




৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে ১ মযাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো সেঞ্চুরিতে ২৪১ রানের বিশাল পুঁজি পায় অজিরা। লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। অধিনায়ক রোভম্যান পাওয়েল ফিফটি তুলে নিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০৭ রানে থামে উইন্ডিজদের ইনিংস। রোববার (১১ ফেব্রুয়ারি) অ্যাডিলেডে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক পাওয়েল। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। পাওয়ারপ্লেতেই অর্থাৎ ৫ দশমিক ৩ ওভারেই দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরই ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। মাঠে নেমেই স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। একের পর এক বাউন্ডারিতে বল আছড়ে ফেলেন সীমানার বাইরে। ডেভিড ওয়ার্নারের সাথে মাত্র ৭ রানের জুটি গড়ার সুযোগ হয় তার। তবে মার্কাস স্টয়নিসের সাথে গড়েন ৪২ বলে ৮২ রানের জুটি। এই জুটিতে স্টয়নিসের অবদান ১৫ বলে মাত্র ১৬ রান। বাকিটা আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকেই। তবে স্টয়নিসের বিদায়ের পর আরও খুনে মেজাজে খেলেন ‘ম্যাক্সি’। টিম ডেভিডের সাথে মাত্র ৩৯ বলে গড়েন ৯৫ রানের অপরাজিত জুটি। এতে ডেভিডের অবদান ১৪ বলে ৩২ রান। নিজের ব্যক্তিগত ৫০তম বলে রোমারিও শেফার্ডের বলে চার মেরে পৌঁছে যান ৫ম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। টর্নেডো এই ইনিংসটি খেলার পথে তিনি আটটি ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি চার মেরেছেন ১২টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০২তম ম্যাচ খেলতে নামা ম্যাক্সওয়েলের এটি পঞ্চম সেঞ্চুরি। সমান সংখ্যক তিন অঙ্কের ইনিংস আছে আর একজনের। ১৫১ ম্যাচ খেলা রোহিতের নামের পাশেও রয়েছে পাঁচটি সেঞ্চুরি। এই তালিকায় বাকি সবাই তাদের পেছনে। ম্যাক্সির ইনিংসের ওপর ভর করে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪১। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। পাওয়ারপ্লে’তে ওভারপ্রতি ১০-এর বেশি রান করলেও ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে ৪ উইকেট। সপ্তম ওভারের তৃতীয় বলে যখন পঞ্চম উইকেট হারায় ক্যারিবীয়রা, তখন তাদের রান ৬৩। এরপর শুধু ব্যবধান কমানোর কাজটিই করতে পেরেছে সফরকারীরা। সেটি সবচেয়ে ভালো করেছেন দলটির অধিনায়ক রোভম্যান পাওয়েলই। ৩৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করে অষ্টম ব্যাটার হিসেবে ফেরেন পাওয়েল। অধিনায়কের বিদায়ের সময় ১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ১৭৬। এর আগে আন্দ্রে রাসেলের সঙ্গে ২৫ বলে ৪৭ ও এরপর রোমারিও শেফার্ডের সঙ্গে ৩০ বলে ৫৪ রানের দুটি জুটি গড়েন পাওয়েল। অবশ্য রাসেল-পাওয়েল জুটিতে যা করার একাই করেছেন রাসেল। অভিজ্ঞ অলরাউন্ডার ৪ চার ও ২ ছক্কায় ১৬ বলেই করেন ৩৭ রান। শেফার্ড-পাওয়েল জুটিতে আবার উল্টো ঘটনা। এবার ব্যাটে ঝড় তোলেন অধিনায়ক, ১৮ বলে করেন ৪০ রান। অধিনায়ক ফেরার পর আর ১৪ রান যোগ করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার পার্থে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply