Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়া শামার জোসেফ পেলেন মাসসেরার মনোনয়ন




অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়া শামার জোসেফ পেলেন মাসসেরার মনোনয়ন টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই স্টিভ স্মিথের উইকেট। এমনই দারুণ অর্জনে টেস্ট ক্রিকেটে আবির্ভাব ক্যারিবীয় পেসার শামার জোসেফের। অ্যাডিলেডে সেই টেস্টের প্রথম ইনিংসে আরও ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। আর ব্যাট হাতে ১১ নম্বরে নেমে ৩৬ রান। স্বপ্নের অভিষেক মনে হয় এমন কিছুকেই বলে। তবে জোসেফ নিজেকে ছাড়িয়ে যান ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয় এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে। এক সিরিজেই সুপারস্টার বনে যান শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজেই অবি

শ্বাস্য কীর্তি গড়া শামার জোসেফ ক্যারিয়ার শুরুর প্রথম মাসেই আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন। জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়নের তালিকায় অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও ইংল্যান্ডের অলি পোপের সঙ্গে মনোনয়ন পেয়েছেন তিনি। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২৭ বছর পর ক্যারিবীয়দের কাছে টেস্ট হারের স্বাদ দিয়েছিলেন শামার জোসেফ। অথচ সেদিন বোলিং করারই কথা ছিল না জোসেফের। আগের দিন মিচেল স্টার্কের একটি ইয়োর্কার সরাসরি তার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করলে রক্তাক্ত হন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠও ছাড়েন। কিন্তু পরদিন বল হাতে নিয়ে ১১.৫ বলের এক স্পেলেই অস্ট্রেলিয়াকে লণ্ডভণ্ড করে দেন। অস্ট্রেলিয়াকে লণ্ডভণ্ড করে নিজের আগমন জানান দিয়েছেন শামার জোসেফ। ছবি: ক্রিকইনফো আরও পড়ুন: অজিদের হারিয়ে ইতিহাস লেখার নায়ক শামার জোসেফ মাসসেরায় জোসেফের প্রতিদ্বন্দ্বী অজি পেসার জশ হ্যাজেলউড জানুয়ারি মাসে টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। মাত্র ১১.৬৩ গড়ে এই উইকেট শিকার করেছেন তিনি। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করে পাকিস্তানকে হোয়াইটওয়াশে ভূমিকা রাখার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেডে শিকার করেন ৯ উইকেট। ব্রিসবেনেও পেয়েছেন ৫ উইকেট। মনোনয়নপ্রাপ্ত তৃতীয়জন হচ্ছেন অলি পোপ। মাত্র একটি টেস্টের পারফরম্যান্স দিয়েই জায়গা করে নিয়েছেন তিনি। হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিতে সমর্থ হয়। এরপর টম হার্টলি দারুণ বোলিংয়ে ৭ উইকেট শিকার করলে ২০২ রানেই অলআউট হয়ে যায় ভারত। ২৮ রানের জয় পায় ইংল্যান্ড। আরও পড়ুন: টেস্টের ত্রাণকর্তা হবেন জোসেফ: স্টিভ ওয়াহ ছেলেদের পাশাপাশি মেয়েদের মাসসেরার মনোনয়নের তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যালিসা হিলির সঙ্গে আছেন আয়ারল্যান্ডের আমি হান্টার। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্তহ্ম ম্যাচে ১০১ রান করেন তিনি। পরের দুই ম্যাচেও যথাক্রমে ৭৭ ও ৪২ রান করেন তিনি। অন্যদিকে মুনি ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনবার পঞ্চাশের গণ্ডি পার হয়েছেন। হিলিও মুনির মতো তিনবার করে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেহচেন। দুটি সিরিজেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply