Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জান্তার আরও দুটি ঘাঁটি দখলে নিলো আরাকান আর্মি




জান্তার আরও দুটি ঘাঁটি দখলে নিলো আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরও দুটি সামরিক ঘাঁটি দখলের দাবি করেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতি। রাখাইন রাজ্যে আরও দুটি সামরিক ঘাঁটি দখলের দাবি করেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ছবি: সংগৃহীত আরাকান আর্মি বলেছে, তারা সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে ম্রাউক-উ টাউনশিপে বেশ কয়েক দিন লড়াইয়ের পর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ৩৭৮ -কে পরাজিত করে তাদের সদর দফতর দখল করেছে। এরপর তারা ওই ঘাঁটির সংলগ্ন এলআইবি ৫৪০- এর সদর দফতর দখল করে এবং টাউনশিপে এলআইবি ৩৭৭ ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে এএ। এএ আরও জানিয়েছে, এ তিনটি ব্যাটালিয়ন ম্রাউক-উ রাজ্যের ঐতিহাসিক রাজধানী ম্রাউক-উ’র প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শহরের আবাসিক এলাকা এবং আশেপাশের গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে। আরও পড়ুন: আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী ক্যাম্প, পালাচ্ছে বিজিপি সদস্যরা আরাকান আর্মি বলেছে, তারা গত ২ ফেব্রুয়ারি কিউকতাউ টাউনশিপের এলআইবি ৩৭৬-এর সদর দফতর দখল করে। এ ছাড়াও তারা মিনিবয়া, কিউকতাউ ও ম্রাউক-উ এর অন্যান্য জান্তা ঘাঁটিগুলোতে হামলা করছে। এছাড়াও রাথেদাউং, পোন্নাগিউন, রামরি এবং অ্যান শহরে লড়াই অব্যাহত আছে। এএ মংডু টাউনশিপের বাংলাদেশি সীমান্তে টাং পিয়োতে ফাঁড়িতে হামলা করছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে ২৬৪ জন সেনা পালিয়ে গেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply