ভাবি ঐশ্বরিয়াকেই কি ‘মেয়ে নেকড়ে’ বললেন শ্বেতা বচ্চন?
বলিউডপাড়ায় কান পাতলেই কানাঘুষা শোনা যায়, সাবেক বিশ্বসুন্দরীর সঙ্গে ননদের নাকি একেবারে দা-কুমড়ার সম্পর্ক। এই ননদ আর ভাবি যে শ্বেতা বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চন, তা এত দিনে অনেকেরই জানা হয়ে গেছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে, ‘মেয়ে নেকড়ে’ শব্দ লিখে আবারও ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব নিয়ে নতুন ইঙ্গিত নেটিজেনদের অনেকে বলছেন, ‘মেয়ে নেকড়ে’ বলে ভাবি ঐশ্বরিয়াকেই খোঁচা দিলেন ননদিনি।
শ্বেতা বচ্চন ছাড়াও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গেও নাকি ঐশ্বরিয়ার আদায়-কাঁচকলায় সম্পর্ক। এসব কারণে কয়েক মাস ধরে বারবার সংবাদের শিরোনাম হচ্ছে অমিতাভের বাসভবন ‘জলসা’।
কী হচ্ছে অন্দরে, জানতে মুখিয়ে ভক্ত-অনুরাগীরা। ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের ইঙ্গিত নিয়ে চলছে তুমুল জল্পনাকল্পনা। একটি শব্দ, একটি বাক্য কিংবা কার জন্মদিনে কে কাকে কীভাবে শুভেচ্ছাবার্তা পাঠালেন, কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য আছে কি না অথবা কে কাকে ছবি থেকে কেটে-ছেঁটে বাদ দিলেন—সবই খুঁটিয়ে দেখছেন ভক্ত-অনুসারীরা।
কেবল শাশুড়ি বা ননদই নন, স্বামীর সঙ্গেও নাকি সম্পর্কের বন্ধন নড়বড়ে এই বলিউড অভিনেত্রীর। সে কারণেই নাকি অভিষেকের জন্মদিনে একেবারে শেষবেলায় শান্তির বার্তা দিয়ে শুভেচ্ছা জানান বচ্চন পরিবারের বধূ। সেই বার্তাতেও সংসারে ভাঙনের সুর খুঁজেছেন নেটিজেনরা। প্রশ্ন উঠেছে, কেন অভিষেককে শান্তি-ধৈর্যের আহ্বান জানালেন ঐশ্বরিয়া।
যদিও সবকিছুই ছাপিয়ে অভিষেকের জন্মদিনকে ঘিরে জল্পনা আরও উসকে দিচ্ছে ননদ শ্বেতার কাণ্ডে। ভাইয়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে প্রথমে লিখেছিলেন, ‘যে জানে সে জানে, আমার মনে হয় তুমি ভালো মতোই জানো। তবে আমি এটাই জানি, আমার ছোট ভাইটির এটি বিশেষ দিন। খুব মজা করো।’
কিন্তু ভাইয়ের স্ত্রীর শুভেচ্ছাবার্তা দেখার পরই কি জ্বলে উঠলেন শ্বেতা? নতুন একটি পোস্টে লিখেছেন, ‘মেয়ে নেকড়ে বহুদূর যেতে পারে নিজের জন্য একটা সংরক্ষিত জায়গা পাওয়ার জন্য বা টিকে থাকার জন্য। আমার মনে হয়, নেকড়েদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের মধ্যে অনেকে হয়তো শিখেও ফেলেছি।’ তাহলে নেকড়ে বলতে কি ঐশ্বরিয়াকে বুঝিয়েছেন শ্বেতা বচ্চন? এ নিয়ে চলছে বিস্তর চর্চা।
সব সময়ই ভাইয়ের হয়ে গলা ফাটান শ্বেতা। কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এ গিয়ে ঐশ্বরিয়ার কয়েকটি দোষ প্রকাশ্যে আনেন শ্বেতা। এর পর থেকেই নাকি দুজনের সম্পর্ক আরও জটিল হয়েছে।
গত বছরের নভেম্বরে ৫০-এ পা দেন ঐশ্বরিয়া। তখন দায়সারাভাবে স্ত্রীকে ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দিয়েছিলেন জুনিয়র বচ্চন। তবে কি সত্যিই ভালো নেই এই দম্পতি! যদিও সামনাসামনি এত টানাপোড়েন একেবারেই বুঝতে দেন না বচ্চন পরিবারের কেউ।
আরও পড়ুন
Tag: Entertainment
No comments: