ব্সভ্য চিন্তার আদিত্য আলোই নিজস্বতা ছড়িয়ে চলেছেন মেহেরপুরের সিনিয়র অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য
যক্তি যখন ব্যক্তিত্বের আদিত্য আলোতে সমাজ ভাবনায় সভ্য সুন্দরের প্রত্যয় রাঙিয়ে দেওয়ার মন্ত্রে স্বপ্ন বুনে চলেন প্রতিনিয়ত, তখন সংস্কারের পালাবদলে মানবিকতার উঠান বৈঠকী বসে প্রতিটি মন অন্তরে। মেহেরপুরের সাংস্কৃতির শোভাযাত্রা অথবা মূল্যবোধের মহাকাব্যে অনেক আগে থেকেই নিজস্বতা ছড়িয়ে চলেছেন, সিনিয়র আইনজীবী পল্লব ভট্টাচার্য। নিয়ম-নীতির চর্চায় "মানুষ মানুষের জন্য"এই নীতিকে নমস্য ভেবে আইন পেশার পাশাপাশি সামাজিক কাজের সাথে মেহেরপুরের সৃষ্টিশীলতার উন্নয়নে সম্পৃক্ত রয়েছেন তিনি। অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য (পি পি মেহেরপুর জেলা জজ কোর্ট) তিনি তিন যুগের অধিক সময় আইন পেশায় সুনামের সাথে যুক্ত রয়েছেন। এ বিষয়ে আমাদের সূর্যোদয় এর এক অনুসন্ধানীতে জানা গেছে অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্যের বংশের পরম্পরা চার পুরুষ আইন পেশায় সেবা দিয়ে গেছেন যা আজো অব্যাহত। অনুসন্ধানীতে আরো উঠে এসেছে জনপ্রিয় ও জনবান্ধব মানুষ হিসাবে সুশীল সমাজে "ল গার্ডেন" পরিবারটির দারুন ভাবে প্রশংসা রয়েছে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসাবে এ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য স্থানীয় আওয়ামী লীগ দলটিতে সম্মানের সাথে মূল্যায়িত হয়ে থাকেন নেতাকর্মীদের মাঝে। মেহেরপুর জেলা আইনজীবী পরিষদের সভাপতি ছিলেন তিনি, বিজ্ঞ আইনজীবী হিসাবে অত্যন্ত জনপ্রিয় এবং সুনাম অর্জন করেছেন সর্বমহলে। অপরের প্রতি শ্রদ্ধাবোধ বিনয় এগুলো তাঁর মানসিকাতারই অর্জন বা সম্পদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর তিনি একজন আস্থাভাজন, বিশ্বাসী ও গুড লিস্ট এর মানুষ হিসাবে পরিচিতি রয়েছে। অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য সাংস্কৃতিক বান্ধব সেহেতু সমাজ সুন্দর এ অনেকগুলো প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন, শিল্পকলা একাডেমির আজীবন সদস্য, মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, মেহেরপুর টেনিস ক্লাবের সম্মানিত সিনিয়র সদস্য, পূজা, উদযাপন কমিটির সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তাঁর সম্পৃক্ততা রয়েছে দৃঢ়ভাবে। ব্যক্তিত্বময় মানুষটি মানবিকতার আলোক বার্তা তাঁর কর্মই জীবনে ছড়িয়ে চলেছেন সময়ের সারাটা বেলা। সুদর্শন সুবক্তা এবং বিচক্ষণ এডভোকেট পল্লব ভট্টাচার্য মানবতাকে অন্তরে লালন করে নিজস্বতা ছড়িয়ে চলেছেন প্রতিটি সামাজিক কাজের মাধ্যমেই। প্রিয় সিনিয়র সভ্য চিন্তক এডভোকেট শ্রী পল্লব ভট্টাচার্যের জন্য "আমাদের সূর্যোদয়" পত্রিকাটির পরিবার সহ অগণিত পাঠকের শুভ কামনা রইল। মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য মেহেরপুরের আইনসেবা ও সাংস্কৃতিক চর্চায় যুগান্তকারী ভুমিকা রেখে চলেছে ঐতিহ্যবাহী ‘ল গার্ডেন’। স্বর্গীয় নলীনাক্ষ ভট্টাচার্য, তারপুত্র স্বর্গীয় প্রভাস ভট্টাচার্য এবং তার দু’সন্তান পল্লব ভট্টাচার্য তরুণ ও প্রলয় ভট্টাচার্য তন্ময় একই ধারা অব্যাহত রেখেছেন। ওই পরিবারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল মেহেরপুরের সর্বস্তরের মানুষ। এক শ তিন বছর ধরে এই এলাকার মানুষ ওই পরিবার থেকে আইন ও সাংস্কৃতিক সেবা পেয়ে আসছেন। ২০১২ সালের ডিসেম্বর মাসে অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য তাদের ‘ল গার্ডেন’ এর শতবর্ষ পালন করেছেন। পারিবারিক আইন পেশায় শতবর্ষ টিকে থাকা মেহেরপুরের ইতিহাসে এক চির উজ্জল দৃষ্টান্ত। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে শত বছর আগে এই বুনিয়াদি পরিবারটি উঠে এসে মেহেরপুর পৌরসভার হোটেল বাজারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী ওই পরিবারের অন্যতম সন্তান স্বর্গীয় নলীনাক্ষ ভট্টাচার্য (১৯১৩-১৯৬৭) আইন পেশায় যুক্ত হন। তিনি মেহেরপুর বার কাউন্সিলের সভাপতি ছিলেন। পরবর্তীতে তার জ্যেষ্ঠ সন্তান স্বর্গীয় প্রভাস ভট্টাচার্য বাবার আইন পেশার সাথে যুক্ত হয়ে দীর্ঘ সময় মেহেরপুর কোর্টে আইন ব্যবসা পরিচালনা করে পারিবারিক খ্যাতি ও সুনাম বৃদ্ধি করেন। তিনি এই পেশাকে ভালবেসে এবং এই পেশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাড়িটির নামকরণ ‘ল-গার্ডেন’ করেন। প্রভাস ভট্টাচার্য জীবদ্দশায় জেলার সকল প্রগতিশীল সংগঠন ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মেহেরপুর পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন। আইন ব্যবসার পাশাপাশি তিনি তার দুই ছেলেকে আইন পড়ান। তার জেষ্ঠ্য সন্তান অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য তরুণ জেলা জর্জ কোর্টে সফলতার সাথে আইন ব্যবসা পরিচালনা করছেন। তিনি জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি বর্তমানে মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে কর্মরত রয়েছেন। তার সাম্প্রতিক কাজে মেহেরপুরের সকলে মুগ্ধ। তিনি মেহেরপুরের জন্য বেশ কাজ করছেন। ‘ল-গার্ডেন’-এর দ্বিতীয় সন্তান প্রলয় ভট্টাচার্য তন্ময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে বি.এ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে হাউস বিল্ডিং কর্পোরেশনের আইন বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।Slider
বিশ্ব
জাতীয়
মেহেরপুর জেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
মেহেরপুর সদর উপজেলা
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
Featured
» সভ্য চিন্তার আদিত্য আলোই নিজস্বতা ছড়িয়ে চলেছেন এ্যডভোকেট পল্লব ভট্টাচার্য(পি পি)
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: