আফগানিস্তানে তীব্র তুষারপাত-বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু
আফগানিস্তানে গত তিন সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি ও তুষারপাতে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে।
দেশটির দুর্যোগ মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক এক ভিডিও বার্তায় বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছে এবং আরও ২৩ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক না হয় পুরোই ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে।
মার্কিন সমর্থিত সরকারের পতন এবং তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশী সাহায্য একেবারে কমে গেছে। ফলে দেশটির দুর্যোগ মোকাবেলার সক্ষমমাত্রাও হ্রাস পেয়েছে।
এদিকে, গত অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যা থেকে সেখানে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
Tag: English News politics world

No comments: