Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আনোয়ারুল হাসান জীবনের গল্প সাজিয়ে চলেছেন অভিনয় শিল্পের মাধ্যমে




মেহেরপুরের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব আনোয়ারুল হাসান জীবনের গল্প সাজিয়ে চলেছেন অভিনয় শিল্পের মাধ্যমে

ভাবনার সাথে বসবাস করেই সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন প্রায় চার যুগ ধরে মেহেরপুরের নাট্য ব্যক্তিত্ব মোঃ আনোয়ারুল হাসান। তিনি শিল্প মনের শৈল্পিক'তা নাট্য আর যাত্রা মঞ্চে প্রকাশ করেছেন নানান চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই অভিনেতা শিল্প কলাতে যুক্ত যাদের অনুপ্রেরণায় হয়েছিলেন তাদের নাম সম্মান ও শ্রদ্ধার সাথে বলতে গিয়ে বলেন, ওস্তাদ প্রয়াত মশিউর জামান, প্রয়াত আব্দুল কাশেম সাবেক চেয়ারম্যান বুড়ি পোতা ইউনিয়ন, এছাড়াও প্রয়াত প্রসেনজিৎ ঘোষ বাবুয়া। নাট্য অভিনেতা মোঃ আনোয়ারুল হাসান "আমাদের সূর্যোদয়" পত্রিকাটির এই প্রতিনিধি মুহম্মদ মহসীন'কে তাঁর নাট্য জীবনের কথা বলতে গিয়ে বলেন, তিনি প্রায় কুড়িটি নাটক ও ৩০ টির মত যাত্রা'তে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা ছড়িয়েছিলেন মেহেরপুরের শিল্প-সংস্কৃতিতে। অভিনীত যাত্রাপালা গুলো উল্লেখ্য স্বামী সংসার সন্তান, একটি পয়সা, গলি থেকে রাজপথ, শ্মশান হলো ফুলশয্যা এছাড়াও নাটক যেমন ৭১, পথচারী স্বাধীনতার কথা ইত্যাদি। ৬৯ বছর বয়সী জনিত কারণে অঙ্গহানি হলেও আজও মেহেরপুরের শিল্প অঙ্গনে ছড়িয়ে চলেছেন অভিনয়ের প্রতিভা। মোঃ আনোয়ারুল হাসান আর ও বলেন তিনি ২০১৭ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে সম্মাননা পেয়েছেন যার আয়োজন ছিলেন মেহেরপুর শিল্পকলা এছাড়াও গোভীপুর কোহিনূর নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে ক্রেস্ট এবং দিনাজপুর ৭১ নাটকে অভিনয় করে ক্রেস্ট পেয়েছিলেন সেই সাথে অনেকগুলো সনদপত্র পেয়েছেন তিনি তাঁর নাট্য জীবনের অভিনয় গুলোতে। অন্যদিকে তার নিজের হাতে তৈরি প্রতিষ্ঠিত কালীন সভাপতি চেতনা নাট্য গোষ্ঠীর। এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষটি শিল্পকলা একাডেমীর আজীবন সদস্য মেহেরপুর থিয়েটারের সহসভাপতি দায়িত্বে রয়েছেন। তিনি তার অভিনয়ে জীবনের স্মরণীয় কথা বলতে গিয়ে বলেন মেহেরপুর সদর কুল বাড়িয়া গ্রামে লালন ফকির যাত্রাপালা অভিনয় করতে গিয়ে স্টেজে জুতা স্যান্ডেল ইট পাটকেল নিক্ষেপ হয়েছিল যা তাঁর অভিনয়ের জীবনের শ্রেষ্ঠ পুরস্কারের একটি অংশ, বলে তিনি জানান। মোঃ আনোয়ারুল হাসান তাঁর প্রিয় লেখক এর কথা বলতে গিয়ে বলেন প্রফেসর হাসানুজ্জামান মালেক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply