Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বের প্রথম ‘ড্রাগন বল’ থিম পার্ক তৈরি করছে সৌদি




জনপ্রিয় অ্যানিমে ‘ড্রাগন বল’ ফ্র্যাঞ্চাইজির থিমে বিশ্বের প্রথম পার্ক নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। শুক্রবার (২২ মার্চ) টোই অ্যানিমেশন এ তথ্য জানিয়েছে। সৌদির কিদ্দিয়াতে ৫ লাখ বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে পার্কটি নির্মিত হবে। ছবি: সংগৃহীত শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে নিক্কেই এশিয়া জানিয়েছে, জাপানি স্টুডিও সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, সৌদি আরব নির্মাণ এবং অন্যান্য খরচ দেবে। অন্যদিকে, অ্যানিমে কপিরাইটের সত্বাধিকারী টোই অ্যানিমেশন ব্যবহারের অধিকার দেবে। তবে এতে কত টাকা বিনিয়োগ করা হচ্ছে ও পার্কটি কখন উদ্বোধন করা হবে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। আরও পড়ুন: ‘ড্রাগন বলের’ স্রষ্টা আর নেই জানা গেছে, পার্কটি রিয়াদের পাশ্ববর্তী শহর কিদ্দিয়াতে নির্মিত হবে। ৫ লাখ বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে এটি নির্মান করা হবে। পার্কটির প্রধান আকর্ষণ হবে ৭০ মিটার উঁচু রোলার কোস্টার। এছাড়াও এতে হোটেল এবং অন্যান্য থাকার ব্যবস্থাসহ ৩০ টিরও বেশি চমক থাকবে। টোকিওতে সাংবাদিকদের কাছে পিআইএফ-এর কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোং’র ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ বিন নাসের আলদাউদ বলেন, অ্যানিমে সৌদি আরবে খুব জনপ্রিয়। দেশের ৮০ শতাংশ জনগণ অ্যানিমে দেখে। তাদের মধ্যে ‘ড্রাগন বল’ দেখে অন্তত ৪০ শতাংশ। আরও পড়ুন: সৌদি আরবে প্রথমবারের মতো খুলছে মদের দোকান টোই অ্যানিমেশনের সভাপতি কাতসুহিরো তাকাগি বলেছেন, সৌদি আরবের জনগণের অত্যাধুনিক, চ্যালেঞ্জিং বিনোদন নিয়ে আসার দৃষ্টিভঙ্গি দেখে গভীরভাবে প্রভাবিত হয়েছি। উল্লেখ্য, সাতটি জাদুর ড্রাগন বল খোঁজার গল্প নিয়ে লেখা ‘ড্রাগন বল’ ১৯৮৪ সালে প্রকাশিত হয়। প্রকাশের পর পরই বিশ্বব্যাপী পরিচিতি পায় কমিকটি। সঙ্গে এর স্রষ্টা আকিরা তোরিয়ামাও পৌঁছে যান খ্যাতির শীর্ষে। গত ১ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণে আকিরার মৃত্যু হয়। বিশ্বজুড়ে ‘ড্রাগন বল’-এর ব্যাপক জনপ্রিয়তার কারণে এ মাঙ্গা অবলম্বনে তৈরি হয়েছে অ্যানিমে সিরিজ, কার্টুন, চলচ্চিত্র ও ভিডিও গেম। ১৯৮৬ সালে ‘ড্রাগন বল’ থেকে প্রথম অ্যানিমে টিভি সিরিজ তৈরি হয়। ১৯৮৬ সালেই মুক্তি পায় প্রথম টিভি সিরিজ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply