Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দুই বিঘা জমির লাউ গাছ তছরুপ গাংনী পৌরসভার চৌগাছা গুচ্ছগ্রাম দুবড়ির মাঠে




গাংনীতে এবার আগাছা নাশক প্রয়োগ করে দুই বিঘা জমির লাউ গাছ তছরুপ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চৌগাছা গুচ্ছগ্রামের দুবড়ির মাঠে জানা গেছে, গাংনী পৌরসভার চৌগাছা গুচ্ছগ্রাম দুবড়ির মাঠে সাহারবটি গ্রামের কৃষক আলাল উদ্দীন দুই বিঘা ৫ কাঠা জমিতে লাউ আবাদ করেছিলেন। গেল কয়েকদিন ধরে ক্ষেত গিয়ে তিনি দেখতে পান লাউ গাছ মরে যাচ্ছে। বিভিন্নভাবে পর্যবেক্ষণ তিনি নিশ্চিত হন যে, ক্ষেতে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে। এতে লাউ গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। ভুক্তভোগী কৃষক আলাল উদ্দীন জানান, অন্যের জমি লিজ নিয়ে ধারদেনা করে তিনি লাউ আবাদ করেছিলেন। ক্ষেতে প্রয়োজনীয় সার কীটনাশক প্রয়োগের মাধ্যমে গাছগুলো ফল দেওয়ার উপযুুক্ত হয়েছিল। আর কিছুদিন পরেই ক্ষেত থেকে লাউ পাওয়া যেত। এমন একট সময়ে হিংসার বলি হয়েছেন তিনি। স্থানীয়র জানান, ফসল তছরুপ করা একজন কৃষককে হত্যার সামিল। এ লাউ ক্ষেত তছরুপ করার মাধ্যমে পথে বসতে হচ্ছে প্রান্তিক কৃষক আলাল উদ্দীনকে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক সাজা দাবি করলেন স্থানীয় কৃষকরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply