Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » খুশির আবেগঘন পোস্ট




ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। মঞ্চ দিয়ে শুরু করলেও ছোট পর্দায় বেশ কিছু সুপারহিট কাজ উপহার দিয়েছেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। ছবি: ফেসবুক থেকে নেয়া এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন শাহনাজ খুশি। পোস্টে নিজের ছোট বেলার কথা স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী। পাঠকদের সুবিধার জন্য খুশির পোস্টটি হুবহু তুলে ধরা হলো: ‘আমার ছোট্টবেলার নিজের কোন ছবি নাই। যেমন- থাকে সবার, মায়ের কোলে, দোলনায়, কপালের এক কোনে বড় একটা কাজলের টিপ দেয়া! হামাগুড়ি দেয়ার মত বসা, পাশে অষ্টারমিল্ক বা গ্ল্যাক্সো’র কৌটা রাখা! একটু বড় হবার পর, দুই পাশে ঝুঁটি করা, ফ্রকের পেছনের ফিতা ফুল করে বাঁধা, হাঁটু অবধি মোজার সাথে কালো জুতো! আরও পড়ুন: মৃত্যুর গুজবে বিব্রত অভিনেত্রী আরোহী মিম মা-আব্বা পাশাপাশি, আব্বার হাঁটুর উপরে বসা! নাহ নাই! আমি প্রায়ই ভাবি, কেমন হতো সে ছবি থাকলে? আমার চোখে কি টানা দেয়া কাজল থাকতো, মায়ের একরাশ খোলা চুল থাকতো, সারা পিঠে ছড়ানো? অনেক কাঁথা বালিশের মাঝে, তুলতুলে ছোট্ট বালিশে ঘুমানো? নাকি উঠোনে রশিতে মেলে রাখা কাপড়ের ফাঁকে ছোট্ট ফ্রক পরা আমি দাঁড়ানো! ভাইবোন সবাই মিলে সারি বদ্ধ দাঁড়ানো? আমাদের ছোটবেলায় কিছুই ছিল না। আর এই একটাও ছবি ছিল যার ভাবনাটা অনেক ছবির গল্প তৈরি করে আমার মাথায়! আরও পড়ুন: ধ্রুব মিউজিক স্টেশনের হাত ধরে আরও এক প্রতিভার আত্মপ্রকাশ আমাদের ছোটবেলা ভাইবোনের সংখ্যা ছিল কেবল, নিজ দায়িত্বে বেড়ে উঠা ছিল, যা কিছু না থাকা, সেখান থেকে অনেক কিছু করার সংকল্প ছিল। কিন্তু তবুও ভাবি, একটা ছবি থাকলে, ছোটবেলাটার একটা ভূগোল থাকতো! শিশুকালের সাথে কোথাও আমি মাঝে মাঝে প্রবাসী হতাম। এ জীবনের এত চোরাবালি থেকে মাঝে মাঝে মুক্তি ঘটতো।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply