যে কারণে তানজিদ তামিমের আউটে খুশি নন শান্ত
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে নেমে দারুণ ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন। এরপর মাঝের ওভারে নিয়ন্ত্রিত ব্যাটিংও করেছেন। যতক্ষণ ক্রিজে ছিলেন, লঙ্কান বোলারদের শাসন করেছেন দোর্দণ্ড প্রতাপে। দ্রুতলয়ে হাঁটছিলেন ক্যারিয়ারের প্রথম শতকের পথে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভুল শট খেলে আউট হয়ে যান তিনি।
দারুণ ইনিংস খেললেও গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে গেছেন তানজিদ তামিম। ছবি: ক্রিকইনফো
সোমবার (১৮ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮১ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তানজিদ তামিম। তার দুর্দান্ত ইনিংস যখন থামে, বাংলাদেশের সংগ্রহ ছিল ১৩০ রান। দলের পঞ্চম খেলোয়াড় হিসেবে সাজঘরে ফেরেন এই বাঁহাতি। জয়ের জন্য টাইগারদের তখনও দরকার ১০৬ রান।
তানজিদের বিদায়ে জয়ের পথটা কঠিন হয়ে গেলেও শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে রিশাদ হোসেনের ঝড়ো ইনিংসে বন্দর খুঁজে পায় টাইগাররা। মাত্র ১৮ বলে ৪৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রিশাদ। তবে তানজিদ যে গতিতে খেলছিলেন, তাতে জয় আরও সহজেই আসার কথা ছিল বাংলাদেশের। অসময়ে আউট হয়ে আসাটা যে তানজিদের ভুল ছিল তা ধরিয়ে দিচ্ছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন: খাবার রেখে খেলতে নেমে তামিমের বাজিমাত
সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্তকে তানজিদের ব্যাটিং প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘খুবই ভালো আমার মনে হয়। ইনিংসটা যেভাবে শুরু করেছে, যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে বিশেষ করে মাঝের ওভারে কিছু ওভারে খুবই ভালো ব্যাটিং করেছে।’
তবে সেট হয়ে ম্যাচ শেষ করে আসতে না পারায় তানজিদকে পুরো নম্বর দিতে আপত্তি শান্তর। দল না জিতলে শতক হাঁকিয়েও লাভ নেই বলে মনে করেন তিনি, ‘তবে যেভাবে আউট হয়েছে, সেটা নিয়ে খুশি ছিলাম না। কারণ, সেট ব্যাটার উইকেটে খেলাটা শেষ করে আসতে পারলে ভালো হয়। কারণ, কেউ ৮০ করেছে, ১০০ করেছে, এটা আসলে ম্যাটার করে না, যতক্ষণ না দল জিতছে। গুরুত্বপূর্ণ হলো যে রানটা করছে, সেটা দলকে কতটা সাহায্য করছে। অবশ্যই শুরুতে ভালো ব্যাটিং করেছে। তবে খেলাটা শেষ করা উচিত ছিল।’
তবে গতকালের ম্যাচে তানজিদের খেলার কথাই ছিল না। সৌম্য সরকার ফিল্ডিংয়ের সময় পড়ে গিয়ে মাথায় কাঁধে চোট পেলে কনকাশন বদলি হিসেবে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিং করতে নামেন তিনি। সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন এই বাঁহাতি।
Tag: English News games
No comments: