Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » তামিম-মিরাজের ব্যাটে বরিশালের উড়ন্ত শুরু




কুমিল্লা বনাম বরিশাল ম্যাচ। ছবি : বিসিবি তিনবার ফাইনাল খেললেও কখনও বিপিএলে শিরোপা জিততে পারেনি ফরচুন বরিশাল। এবার কুমিল্লাকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জয়ের স্বাদ নিতে মরিয়া তামিমের দল। সেই স্বপ্ন বাস্তবায়নে কুমিল্লাকে মাত্র ১৫৪ রানে আটকে দিয়েছে বরিশাল। প্রথম শিরোপা জিততে বরিশালের প্রয়োজন ১৫৫ রান। সেই লক্ষ্যে ব্যাট হাতে দারুণ শুরু করেছে দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। মাত্র তিন ওভারেই স্কোরবোর্ডে ৪১ রান তুলে ফেলেছে দলটি। রাসেলের ছোট্ট ক্যামিওতে কুমিল্লার লড়াকু পুঁজি ফাইনাল ম্যাচ হাইস্কোরিং হবে, এমনটিই আশা করছিলেন গ্যালারিভরা দর্শকরা। আন্দ্রে রাসেল মাঠে নামার আগে মনে হয়েছে দর্শকদের সেই প্রত্যাশা পুরোপুুরি পূরণ করতে পারবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে শেষ পর্যন্ত গ্যালারিতে বসে ‘রাসেল-শো’ উপভোগ করেছেন দর্শকরা। শেষ ৩ ওভারে ঝড় তুলে কুমিল্লাকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন রাসেল। প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে তামিম ইকবালের বরিশালের দরকার ১৫৫ রান। কুমিল্লাকে চাপে রেখেছে বরিশাল আজ শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কাইল মায়ার্সের দ্বিতীয় বলে চার মেরে ভালে শুরু করেছিল নারিন। তবে, তৃতীয় বলে একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ওভারের পঞ্চম বলে মায়ার্সের ফুলার লেন্থ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ম্যাককয়ের হাতে ধরা পড়েন নারিন। চার বল খেলে করেন পাঁচ রান। চার্লসকে ফিরিয়ে জুটি ভাঙলেন ম্যাককয় দলীয় ৪২ রানের মাথায় লিটনের বিদায়ের পর অঙ্কনকে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন জনসন চার্লস। তবে, তাদের জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ৬৫ রানের মাথায় ম্যাককয়ের বলে ক্যাচ তুলে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। আউটের আগে করেন ১৭ বলে ১৫ রান। হৃদয়ের পর ফিরলেন লিটনও ফাইনালে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। তবে, দলীয় ৩০ রানের মাথায় হৃদয়ের বিদায়ে পর দ্রুতই ছন্দ হারান লিটন। ফুলারের বলে থার্ড ম্যান এরিয়াতে থাকে রিয়াদের হাতে ক্যাচ তুলে ফেরেন সাজঘরে। ১২ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে। চাপ বাড়িয়ে হৃদয়ের বিদায় দলীয় ছয় রানের মাথায় নারিনে বিদায়ে কিছুটা চাপে পড়ে কুমিল্লা। তবে, লিটন ও হৃদয়ের ব্যাটে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করে কুমিল্লা। যদিও এই জুটি খুব একটা বড় হয়নি। দলীয় ৩০ রানে মাথায় ফুলারের বলে মাহমুদউল্লাহ এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। আউটের আগে করেন ১০ বলে ১৫ রান। প্রথম ওভারেই নারিনকে হারাল কুমিল্লা আজ শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কাইল মায়ার্সের দ্বিতীয় বলে চার মেরে ভালে শুরু করেছিল নারিন। তবে, তৃতীয় বলে একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ওভারের পঞ্চম বলে মায়ার্সের ফুলার লেন্থ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ম্যাককয়ের হাতে ধরা পড়েন নারিন। চার বল খেলে করেন পাঁচ রান। টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা প্লে অফের দুই ম্যাচের মতই বিপিএলের ফাইনালের টস ভাগ্যও পক্ষে এলো তামিম ইকবালের। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উইকেটে শুরুতে বোলারদের জন্য থাকা সুবিধা কাজে লাগাতে চান তিনি। ফাইনালের ম্যাচে একাদশে কোন বদল আনেনি বরিশাল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply