নির্বাচনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০
ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (১৫ মার্চ) চালানো এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
আবাসিক ভবন, গ্যাস পাইপলাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। ছবি: সংগৃহীত
আবাসিক ভবন, গ্যাস পাইপলাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। ছবি: সংগৃহীত
আল জাজিরা জানিয়েছে, রাশিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আগামী রোববার (১৭ মার্চ) পর্যন্ত তিন দিন ধরে চলবে ভোটগ্রহণ। ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ১১টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সে সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে রুশ সেনারা।
সামরিক পরিভাষায় এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ডবল ট্যাপ হামলা’ বলা হয়। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ‘ডবল ট্যাপ’ হামলা চালিয়েছে রুশ বাহিনী।
আরও পড়ুন: বিশ্বজুড়ে অস্ত্রের বেচাকেনা বেড়েছে কয়েকগুণ
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আবাসিক ভবন, গ্যাস পাইপলাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। এতে ২০ জন নিহতের পাশাপাশি অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
হামলার প্রত্যক্ষদর্শী মারিয়া স্লিজোভস্কা বলেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে প্রথম হামলায় তার মায়ের বাড়ির সবকিছু ভেঙ্গে যায়। অনেক মানুষ আছে সেখানে। রক্ত ও অ্যাম্বুলেন্স ছিল।
আরও পড়ুন: রাশিয়ার বহরে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কত?
শুক্রবার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর এই হামলাকে ‘ঘৃণ্য কাপুরুষতা’ উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এই হামলার সমুচিত জবাব দেবে। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারে জরুরি পরিষেবা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Tag: English News politics world
No comments: