শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিল বাংলাদেশ
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে সফরকারী শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতে অনেকটা এগিয়ে আছে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। আজও ০ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
তবে আরেক ওপেনার সৌম্য সরকার ও তিনে নামা নাজমুল শান্ত টাল সামলে হাল ধরেন। সৌম্য করেছেন ৬৬ বলে ৬৮ রান। আর শান্ত করেছেন ৩৯ বলে ৪০ রান।
তবে আসল ঝড়টা সামলেছেন চারে নামা তাওহিদ হৃদয়। ১০২ বলে ৯৬ রান করে তিনি ছিলেন অপারজিত। শেষদিকে তাসকিন আহমেদও ছোটোখাটো ঝড় তোলেন। ১০ বলে ১৮ রান করেন তিনি।
নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রান তুলতে বাংলাদেশের খোয়া গেছে ৭ উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
Tag: English News games

No comments: